বাদ দুজন, অধিনায়ক গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলাবে টিম ইন্ডিয়া, দেখুন সম্ভাব্য একাদশ

Published on:

Rohit and Shami out! What will be the Indian XI against Newzealand?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিপক্ষে মরূদেশের ময়দানে আচমকা চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে সাময়িক শুশ্রুষার পর তাঁকে রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল। একই পথ ধরে গত রবিবার চোট পান ভারতের(India) তারকা পেসার মহম্মদ শামি। এদিন বেশ কিছুটা সময় ফিজিওর তত্ত্বাবধানে থাকার পর ফের মাঠে নামতে দেখা গিয়েছিল শামিকে। তবে বর্তমানে তাঁরা কেমন আছেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন ম্যাচে মাঠে নামবেন রোহিত-শামি? তাঁদের না পাওয়া গেলে কারা হবেন বিকল্প? উত্তর খুঁজলো India Hood।

রোহিত-শামির ইঞ্জুরি আপডেট

চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের দ্বিতীয় আসরে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে অধিনায়ক রোহিত ও ধুরন্ধর পেসার মহম্মদ শামির চোট তেমন একটা গুরুতর ছিল না। যে কথা প্রমাণ হয়ে গিয়েছিল রবিবারের ম্যাচেই। সেদিনই চোট থাকা সত্ত্বেও 22 গজের লড়াই অব্যাহত রেখেছিলেন দুজনেই। তবে ম্যাচ শেষে পাকিস্তানকে মাঠ ছাড়া করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোহিত নিজেই জানিয়েছিলেন, তিনি পুরোপুরি সুস্থ।

চোটের কারণে কোনও রকম সমস্যা হচ্ছে না তাঁর। এদিন একই সুর সোনা গিয়েছিল শ্রেয়স আইয়ারের গলাতেও। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, ভারতীয় তারকা জানিয়েছিলেন, অধিনায়ক রোহিত শর্মা ও মহম্মদ সম বর্তমানে পুরোপুরি ফিট। আমি যতদূর জানি, দলে আপাতত কারোর চোট নেই।

আর এই বক্তব্যের পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ম্যাচে রোহিত শর্মার ও শামির উপস্থিতি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট ফের শর্মাদের চোটের জল্পনা বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কোনও কারণে যদি রোহিত এবং শামি পুরোপুরি ফিট না হন সেক্ষেত্রে আগামী ম্যাচে চাপ বাড়তে পারে টিম ইন্ডিয়ার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রোহিত-শামির বিকল্প কারা?

বেশকিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2 মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় আসরে ফিটনেসের কারণে যদি শেষ পর্যন্ত রোহিত শর্মার মাঠে নামা না হয় সেক্ষেত্রে, বাড়তি চাপ পোয়াতে হবে বোর্ডকে। যদিও প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, রোহিতের চোট অল্প হলেও তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ড কর্তাদের। আর সেই সূত্র ধরেই, পরবর্তী ম্যাচে রোহিতের বিকল্প ভেবে নিয়েছেন BCCI কর্তারা। মনে করা হচ্ছে, কোনও কারণে যদি 2 মার্চের আগে রোহিত পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে হিটম্যানের বিকল্প হিসেবে মাঠে নামানো হতে পারে ঋষভ পন্থকে।

হ্যাঁ, সম্প্রতি চোটের পর মিনি বিশ্বকাপের কোনও আসরেই এখনও পর্যন্ত জাতীয় দলে জায়গা পাননি পন্থ। তাই আগামী ম্যাচে যদি রোহিতকে বিশ্রামে রাখা হয় সে ক্ষেত্রে সেই পথ ধরে দলে ভিড়তে পারেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের ম্যাচের আগে যদিও কোনও কারণে চোট যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে শামির মাঠে ফেরা না হয়। সেক্ষেত্রে ভারতীয় পেসারের বিকল্প হিসেবে কিউইদের বিপক্ষে নামানো হতে পারে তরুণ পেসার আর্শদীপ সিংকে। তবে এই সবই সম্ভব হবে দুই মহতারকার অনুপস্থিতে।

অবশ্যই পড়ুন: ‘মরার ওপর খাঁড়ার ঘা’, চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে PCB

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা যদি শেষ পর্যন্ত ফিট হয়ে মাঠে নামতে পারেন সে ক্ষেত্রে ভারতের একাদশ খানিকটা এমন হতে পারে-

শুভমন গিল, কে এল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব আর্শদীপ সিং ও হর্ষিত রানা।

উল্লেখ্য, বেশ কিছু সূত্র বলছে, আগামী ম্যাচে যদি রোহিত শর্মাকে বিশ্রামে রাখা হয়, সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুভমন গিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥