বিক্রম ব্যানার্জী, কলকাতা: রঞ্জি ট্রফির চলতি ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে মুম্বইয়ের ছেলেরা। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটাতে গিয়ে দ্বিতীয় ইনিংসেও নাক কাটিয়েছেন হিটম্যান। একই পথে হেঁটেছেন আরেক ওপেনার যশস্বী জসওয়ালও। প্রথম ইনিংসে 4 রানের দৌড় দ্বিতীয় পর্যায়ে 26 রানে পৌঁছতেই মাঠ ছেড়েছেন তিনি। রোহিত-যশস্বীর পাশাপাশি দলের চিন্তা বাড়িয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, শিভম দুবেরাও।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন রোহিত
প্রথম দিন জম্মু-কাশ্মীরের কাছে অপদস্ত হয়ে দ্বিতীয় ইনিংসে পা রেখেছিল মুম্বই। খেলা তখন চতুর্থ ওভারে গড়িয়েছে। ঠিক সেই সময়ে উমর নাজিরের দ্বিতীয় বলে বিপদ বাড়তে পারত রোহিতের। তবে সৌভাগ্য যে, তেমনটা হয়নি। উমরের বলে প্রথমবারের জন্য জীবনদান পেয়েছিলেন শর্মা। মাঠে প্রাণ পেতেই ব্যাট হাতে রানের ঝোড়ো হাওয়া তুলেছিলেন হিটম্যান।
চতুর্থ ওভারেই উমরকে 1টি ছক্কা ও 2টি বাউন্ডারি দেখিয়েছিলেন রোহিত। পঞ্চম ওভারে পা রেখেও 1টি দুর্দান্ত ছয় হাঁকিয়েছিলেন শর্মা। তবে পায়ে কাঁটা বিঁধে যায় 13.4 ওভারে। যুধবীর সিংয়ের বলের গতি উইকেট ভাঙে রোহিতের। মাঠ ছাড়েন হিটম্যান। এদিন 35 বলে 28 রান তুলেছিলেন রোহিত।
সেট হয়েও উইকেট দিয়েছেন যশস্বী
রোহিতের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ছন্দে মেতে ছিলেন ওপেনার যশস্বী জসওয়াল। 51 বলে 26 রানের একটি গোছানো ইনিংস খেলেছেন তিনি। তবে দুঃখের বিষয়, মাঠে সেট হয়েও সেই যুধবীরের বলে পরাস্ত হন জয়সওয়াল। এদিন হাসানের হাতে ক্যাচ দেওয়ার আগে 4টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ভারতীয় তরুণ। তবে শেষ পর্যন্ত উইকেট দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। যার জেরে শুরুতেই চাপ বাড়ে মুম্বইয়ের।
শ্রেয়স-দুবেরাও ভাগ্য ফেরাতে পারেননি!
প্রথম ইনিংসে লজ্জা খুইয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তলানিতে ঠেকেছিল মুম্বই ব্রিগেডের আত্মবিশ্বাস। রোহিত-জয়সওয়াল মাঠ ছাড়ার পরই একে একে বাকিদের উইকেটেও দখল জমিয়ে ছিল জম্মু-কাশ্মীরের ছেলেরা। এদিন ব্যাট করতে নেমেই 1 রানে আউট হয়ে যান হার্দিক তামোরে। তাঁর উইকেট নিয়েছিলেন জম্মু-কাশ্মীরের উমর নাজির।
যার ফলে দ্বিতীয় ইনিংস চলাকালীন মাত্র 57 রানে 3 উইকেট হাতছাড়া হয় মুম্বইয়ের। শুক্রবার বাকিদের ব্যাটেও দাপট লক্ষ্য করা যায়নি। অধিনায়ক রাহানে থেকে শুরু করে আইয়ার কিংবা দুবে কেউই বড় রানের লক্ষ্য ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে রাহানের ব্যাট থেকে 16 ও আইয়ারের ব্যাটে 17 রান পেয়েছে দল। অন্যদিকে শূন্যতে মাঠ ছেড়েছেন দুবে।
অবশ্যই পড়ুন: ফের আশাহত হবেন শামি
পরাজয়ের আশঙ্কায় মুম্বই!
রঞ্জি ট্রফি টুর্নামেন্টে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে 120 রানে গুটিয়ে যায় মুম্বইয়ের প্রথম ইনিংস। এই ইনিংসে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান হাঁকিয়েছিলেন শার্দুল ঠাকুর। তাঁর ব্যাট থেকে 51 রানের দুরন্ত ইনিংস উপহার পেয়েছিল দল। এছাড়াও 26 রানের গোছানো ইনিংস খেলেছিলেন তনুশ কোটিয়ান। প্রথম দিন রোহিত শর্মাদের 120 রানের জবাবে 206 রান তুলে নেয় জম্মু-কাশ্মীরের ছেলেরা। তবে ঘুরে দাঁড়ানোর খিদে নিয়ে দ্বিতীয় ইনিংসে রাহানে বাহিনীর শুরুটা একেবারেই স্বস্তিদায়ক ছিল না। একে একে দলের ভরসার খুঁটিগুলি উপড়ে যাওয়ায় এখন পরাজয় নিয়ে আশঙ্কার প্রহর গুনছে মুম্বই।