কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতীয় ক্রিকেট মহলে উথাল পাঠাল কাণ্ড! টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা অবসরের (Rohit Sharma Retirement) ঘোষণা করলেন। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়ে দিলেন। এর আগে তিনি টি২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের কথা জানালেন।
বুধবার ৭ মে রোহিত শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যেমে নিজের অবসরের কথা জানান। বলে দিই, ভারতীয় দল ইংল্যান্ডের সাথে আগামী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে রোহিত শর্মা নিজের অবসরের কথা জানিয়ে দিলেন।
বলে দিই, অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব সামলেছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম ও শেষ টেস্ট বাদ দিয়ে তিনটি ম্যাচে অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রথম টেস্টে জসপ্রিত বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দেন। সেই টেস্টে টিম ইন্ডিয়া জয়লাভও করেছিল। কিন্তু এরপর বাকি ৪ ম্যাচেই শোচনীয় পরাজয়ের শিকার হতে হয়েছিল ভারতকে। এরপরই রোহিত শর্মাকে নিয়ে তুঙ্গে সমালোচনা হয়। যদিও এরপর সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ছন্দ দেখিয়ে সেরার মুকুট কাঁধে তোলেন রোহিত।
আরও পড়ুনঃ DRDO-র কামালেই নিখুঁত হামলা, পাকিস্তানে লঙ্কাকাণ্ড বাধিয়েছে ভারতে তৈরি এই ড্রোন
বুধবার ৭ মে রোহিত শর্মা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা জানান। হিটম্যান লেখেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুব সম্মান ও গর্বের ছিল। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও রোহিত শর্মা এখনও একদিনের ক্রিকেটে খেলবেন। তিনি নিজেই জানিয়েছেন যে, ‘আমি ODI ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে থাকব।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |