‘ফের আসব কিনা জানি না!’ ভারতকে জিতিয়ে আবেগঘন বার্তা রোহিত শর্মার

Published:

Rohit Sharma Emotional Statement after 3rd ODI against Australia
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাত মাস পর ওয়ানডেতে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তিনি। ধরেই নেওয়া হয়েছিল, আর জ্বলে ওঠা হবে না রোহিত শর্মার। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয় অ্যাডিলেডেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট ঘুরিয়ে সে ম্যাচে 73 রান করেন হিটম্যান। অধরা ছিল শতরান। সিডনিতে এসে পাথর ভাঙলেন বিরাট সতীর্থ। সেঞ্চুরির অপ্রাপ্তিও ঘোঁচালেন তিনি। এদিন শেষ ওয়ানডেতে ভারতকে জিতিয়েই আবেগঘন হয়ে পড়লেন হিটম্যান। মুখ খুলেই বলে দিলেন বড় এক কথা (Rohit Sharma Emotional Statement)।

ম্যাচ শেষে আবেগঘন হিটম্যান

অ্যাডিলেডে ট্রেলার দেখিয়েছিলেন রোহিত শর্মা। হারের ম্যাচে 97 বলে 73 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। সেদিনও তাঁর ইনিংসই ছিল ভারতীয় দলের সর্বোচ্চ রান। শনিবারও ধরা পড়ল একই চিত্র। আজ বন্ধু বিরাটের সাথে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার 125 বলের মুখোমুখি হয়ে 13টি চার এবং 3টি ছয় সহযোগে 121 রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত শর্মা। সেই সূত্রেই একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি পেয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচের সম্মানও।

তবে ম্যাচ শেষের পর ক্যামেরার মুখোমুখি হয়ে আবেগি হয়ে পড়লেন রোহিত। জাতীয় দলকে জেতানোর পরই হিটম্যানকে বলতে শোনা যায়, ‘এখানে খেলতে আমার সব সময়েই খুব ভাল লাগে। এসবের মধ্যে দিয়ে 2008 সালের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যতই প্রশংসা পাই না কেন, এখনও ক্রিকেটকেই উপভোগ করি। পার্থে বহুদিন পর নতুন করে শুরু করেছিলাম।’ এদিন রোহিত বলেন, ‘আমি জানিনা আর অস্ট্রেলিয়ায় খেলতে আসতে পারবো কিনা। কিন্তু যতদিন এখানে খেলেছি সেটা খুব মজার ছিল।’ নিজের বক্তব্য শেষে অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দেন ভারতীয় মহাতারকা।

 

অবশ্যই পড়ুন: ‘আমার পাড়া, তৃণমূল তাড়া’, নতুন স্লোগান শুভেন্দুর! মুসলিমদের দিলেন বড় বার্তা

উল্লেখ্য, সিডনিতে নিজের ওয়ানডে কেরিয়ারের 33 তম সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। না বললেই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করা ভারতীয় প্লেয়ারদের মধ্যে দ্বিতীয় হয়েছেন রোহিত। সেই সাথে এক সেঞ্চুরির দৌলতেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হয়েছেন তিনি। বর্তমানে তাঁর আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা 50টি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join