নেতৃত্ব হারানোর পর প্রথমবারের মতো গম্ভীরের মুখোমুখি রোহিত শর্মা

Published:

Rohit Sharma Gautam Gambhir meetup before India vs Australia series
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে ক্রিকেটে কামব্যাক করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে (India Vs Australia) নিজেদের ক্ষমতা জাহির করবেন এই দুই মহাতারকা। তবে তার আগে নেতৃত্ব হারানোর পর অজিভূমিতে পা রেখেই প্রথমবারের মতো প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে দেখা করলেন হিটম্যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রোহিতকে গম্ভীরের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি পরামর্শ নিতেও দেখা গিয়েছে।

ফের একসঙ্গে দেখা মিলল রোহিত এবং গম্ভীরের

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট, শুভমনরা। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের মতো প্রধান কোচ গৌতম এবং রোহিতকে একসাথে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা নেটে প্র্যাক্টিস করতে যাওয়ার আগে গম্ভীরের সাথে কোনও একটি বিষয় নিয়ে গভীর আলোচনা করছেন। ভিডিওটিতে এও দেখা যায়, অনুশীলন করতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রোহিতের সঙ্গে সঙ্গেই ছিলেন গম্ভীর। যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখার পর খানিকটা হকচকিয়ে গিয়েছেন ভক্তরা।

 

অবশ্যই পড়ুন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল ২০টি দেশ, প্রথমবার খেলবে ইতালি! দেখুন তালিকা

রোহিতকে অধিনায়কের পদ থেকে সরিয়েছেন গম্ভীর?

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। সম্প্রতি টেস্ট থেকেও বিদায় জানিয়েছিলেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা। তবে ওয়ানডেতে যে খেলবেন সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন তার আগেই তাঁকে একদিনের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক এখন শুভমন গিল। সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, ‘গম্ভীরের কথাতেই রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। ‘ গৌতমই নাকি হিটম্যানকে সরিয়ে শুভমনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

যদিও, রোহিত অধিনায়কত্ব হারানোর পর থেকেই প্রশ্নের আঙুলটা উঠেছিল গৌতম গম্ভীরের দিকে। ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বহু প্রাক্তন ক্রিকেটার একেবারে স্পষ্ট ভাষা জানিয়েছিলেন, গম্ভীরের বুদ্ধিতেই রোহিতকে অধিনায়কের পদ থেকে ছাঁটাই করা হল। এ নিয়ে মুখ খুলে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তাঁর কথায়, ‘গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই একে একে সকলে অবসর নিচ্ছেন। রোহিত শর্মার অবসরের নেপথ্যে তাঁর হাত থাকতে পারে..’ সব মিলিয়ে, যে গম্ভীরকে রোহিতের অবসরের কারণে দায়ী করা হচ্ছিল, এবার অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর সাথেই মুহূর্ত ভাগ করলেন শর্মা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join