দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন না রোহিত? ম্যাচের আগে অখুশি হিটম্যান!

Published:

Rohit Sharma Looks Unhappy before second ODI against Australia
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া সিরিজেই কেরিয়ারের শেষ ওয়ানডে খেলছেন রোহিত শর্মা? প্রশ্নটা ক্রমশ জোড়ালো হচ্ছে দ্বিতীয় ওয়ানডের প্রাক্কালে। অ্যাডিলেড গ্রাউন্ড থেকে যে খবর আসছে তাতে, টিম ইন্ডিয়ার বিকল্প অনুশীলন সেশনের সময় রোহিত শর্মার শরীরী আচরণে বেশ বদল (Rohit Sharma Looks Unhappy) দেখা গিয়েছে।

সাধারণত কোনও সিরিজে অনুশীলনের আগে এবং পরে সতীর্থ, মিডিয়া ও ভক্তদের সাথে কথা বলেন রোহিত, কিন্তু এবার সেটা হয়নি। সূত্রের খবর, প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর হয়তো এবার রোহিতকে বসিয়ে দিতে পারে বোর্ড। সেক্ষেত্রে দ্বিতীয় ওয়ানডেতে যশস্বী জয়সওয়ালের খেলার সম্ভাবনাটা ক্রমশ গাড় হচ্ছে।

রোহিতের স্থলাভিসিক্ত হবেন জয়সওয়াল?

TV 9 এর একটি প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মার বদলে হয়তো খেলতে পারেন যশস্বী জয়সওয়াল। আসলে দ্বিতীয় ওয়ানডের আগে এই তরুণ ক্রিকেটারের সাথে দীর্ঘ সময় ধরে নাকি গম্ভীর আলোচনা হয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং নির্বাচক শিবসুন্দর দাসের। তবে সবচেয়ে মজার বিষয়, হিটম্যান যখন মাঠে অনুশীলন সারছিলেন ঠিক তখনই জয়সওয়ালের সাথে আলোচনা হয় নির্বাচন কমিটির কয়েকজনের।

বেশ কয়েকটি সূত্র বলছে, প্রথম ওয়ানডেতে ডাহা ফেল করায় হয়তো রোহিতের উপর আর ভরসা করতে পারছে না ম্যানেজমেন্ট! যদিও এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে, অ্যাডিলেড টেস্টের আগে রোহিতের শরীরী আচরণ, যশস্বীর সাথে নির্বাচকদের আলোচনা এবং তরুণ ক্রিকেটারের জোরালো অনুশীলন হয়তো কঠিন বার্তা দিচ্ছে। অনেকেই মনে করছেন, চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতে রোহিত যদি সুযোগ না পান সেক্ষেত্রে এরপর আর তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে নির্বাচন কমিটি!

অবশ্যই পড়ুন: S-400 এর সংখ্যা বাড়াতে রাশিয়ার সাথে ১০,০০০ কোটির চুক্তি করবে ভারত

উল্লেখ্য, রেভস্পোর্টজ একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাডিলেডে রোহিত শর্মার মিরাজ খুব একটা ভাল ছিল না। অনুশীলনের আগে এবং পরে তাঁকে দেখে কিছুটা বিরক্ত মনে হচ্ছিল। ওই প্রতিবেদন এও দাবি করেছে, রোহিত শর্মা নিজে থেকে একেবারেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চাননি। তবে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়ে রোহিতকে জানিয়েছিলেন। তারপরই শুভমন গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join