অবসর? মেলবোর্নই ছিল শেষ টেস্ট, সিডনিতে খেলবেন না রোহিত, পাবেন না ফেয়ারওয়েল ম্যাচও

Published on:

rohit sharma retirement

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতীয় দলের ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে বড় খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, অস্ট্রেলিয়ার সিডনিতে হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মেলবোর্নে নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের সবথেকে দীর্ঘ ফরম্যাট থেকে তাঁর অবসরের পালা।

জীবনের সবথেকে খারাপ ফর্মে রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার মাঠে জীবনের সবথেকে খারাপ পারফরমেন্স করেছেন রোহিত শর্মা। তিনটি টেস্টের ৫ ইনিংসে মাত্র ৩১ রানই করতে পেরেছেন তিনি। এরপর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের তিনটিতেই হেরেছিল ভারতীয় দল। সেখানেও অধিনায়কের দায়িত্ব ছিল রোহিত শর্মার কাঁধে। ওদিকে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে রোহিত শর্মা না খেলায় অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। আর সেই টেস্টে জিতেছিল ভারত। এরপর রোহিত শর্মা দলে ফিরে তিন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন। যার মধ্যে দুটি টেস্টে হার ও একটি টেস্ট বৃষ্টির জন্য অমীমাংসিত ছিল।

ফেয়ারওয়েল ম্যাচও খেলা হবে না রোহিত শর্মার

বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, রোহিত শর্মা টেস্ট কেরিয়ার শেষ ম্যাচ যেহেতু মেলবোর্নে খেলে ফেলেছেন, সেহেতু তাঁর ফেয়ারওয়েল ম্যাচও খেলা হবে না। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে থাকবেন না রোহিত শর্মা। আর এই কারণে পঞ্চম ও শেষ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥