বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্ডার গাভাস্কার টেস্টের পরই অবসর নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)? এমন সমগোত্রীয় প্রশ্ন বারংবার নাড়া দিচ্ছে সমর্থকদের। নেপথ্যে ভারতীয় মহাতারকার দুর্বল পারফরমেন্স। অজিদের বিরুদ্ধে পার্থ টেস্টে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন হিটম্যান। তবে পরবর্তী অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে মাঠে দেখা মিলেছিল তাঁর। কিন্তু 22 গজ দখল করে অজি বোলারদের বিরুদ্ধে একটিতেও দলের ভরসার কাঁধ হয়ে উঠতে পারেননি রোহিত। চলতি মেলবোর্ন টেস্টেও নিজের দুর্বলতা ঢাকতে ব্যর্থ অধিনায়ক। কাজেই ভিন দেশে নিজের খাপছাড়া ফর্মের জন্য তুমুল সমালোচিত হচ্ছেন ভারতীয় অধিনায়ক।
মেলবোর্নের মাটিতে বক্সিং ডে টেস্টে কে এল রাহুলকে সরিয়ে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিং জুটি বেঁধেছিলেন রোহিত। তবে ভাগ্যের ফের তাঁর গন্তব্যের পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে। অজি অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত বল এদিন মাত্র 3 রানে মাঠ ছাড়া করে রোহিতকে। আর এই চরম দুর্ভাগ্যের পরই খেলোয়াড়ের সর্বশেষ পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। ভারতীয় সমর্থকদের মধ্যে অনেকেই বিরাট সতীর্থর গলদঘর্ম অবস্থার তীব্র নিন্দা করেছেন। এবার সেই সমালোচনার ঝুলিতে নতুন পালক পুরে দিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সম্প্রতি এক ধারাভাষ্য চলাকালীন রোহিতের দুর্ভাগ্য নিয়ে মুখ খুলেছেন ভারতের এই প্রাক্তন তারকা।
রোহিতের ফর্ম নিয়ে বেজায় অসন্তুষ্ট গাভাস্কার!
অতি সম্প্রতি 7-ক্রিকেটের ধারাভাষ্য চলাকালীন হঠাৎই ভারতীয় অধিনায়কের প্রসঙ্গে মুখ ফসকায় গাভাস্কারের। হিটম্যানের বর্তমান ফর্ম প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, এখন রোহিতের জন্য কঠিন সময় চলছে। চতুর্থ টেস্টের ইনিংস এবং সিডনি টেস্ট এখনও বাকি। এই তিন ইনিংসে রান না করতে পারলে প্রশ্ন উঠবেই। এদিন গাভাস্কারের কথায় বারংবার উঠে এসেছিল রোহিতের দুরবস্থার কথা।
ভাইরাল ভিডিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে কামিন্সের বলে মাথা ঝুঁকিয়ে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিতকে। বারংবার চূড়ান্ত ব্যর্থতা বুকে চিন চিনে ব্যাথার জন্মও দিয়েছিল হিটম্যানের। তবে দলকে ভাল পারফরমেন্স উপহার দেওয়ার আফসোস থাকলেও থেমে থাকেনি সমালোচনার তীর। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে দুর্ভাগ্যের জালে জড়িয়ে মাঠ ছাড়ার পরই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রোহিত শর্মার একটি ভিডিও। যেখানে ভারতীয় তারকাকে ডাগআউটে বসে থাকতে দেখা যায়। রোহিতের পাশেই ছিলেন কোহলি।
দৃশ্যে বিরাটকে ঘাড়ে কিছু একটা স্প্রে করতে দেখা গিয়েছিল। এমন সময়ে রোহিতের উদ্দেশ্যে দূর থেকে ভেসে আসে এক ভক্তের কণ্ঠস্বর। অন্যান্য সময়ে ভক্তদের ডাকে হাসিমুখে সাড়া দিলেও মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে রোহিতকে ভিন্ন দৃশ্যে দেখল নেট নাগরিকরা। এদিন ভারতীয় তারকাকে সানগ্লাস খুলে চোখ মুছতে দেখা যায়। আর এর পর থেকেই তাঁর অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা।
This is nothing, you have seen bigger than this, you know how to make a comeback, just have faith, cricket is still left.???????? #INDvsAUS
We believe, India believe @ImRo45 ????????????♂️ pic.twitter.com/KHcSgoWtkM
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) December 27, 2024
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |