বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর বিশ্বকাপে দলকে জিতিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই পথ ধরে হেঁটে এসেই সম্প্রতি টেস্ট অধ্যায়ও শেষ করেছেন হিটম্যান। বাকি রয়েছে শুধুই ওয়ানডে। সেই সংস্করণ থেকেও কি অবসরের পরিকল্পনা? ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে রোহিতের মতামত অনেক আগেই পেয়ে গিয়েছেন ভক্তরা।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে নিয়ে পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন শর্মা। তবে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটে পালাবদলের মাঝে ওয়ানডে ক্রিকেটে রোহিতের বিকল্প অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি তথা প্রধান নির্বাচক অজিত আগরকর সহ বাকিরা।
রোহিতের বিকল্প পেয়ে গিয়েছে বোর্ড!
সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়েছেন রোহিত শর্মা। তবে সেই রেশ থাকতে থাকতেই এবার ওয়ানডে ক্রিকেটে হিটম্যানের অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর সেসবের মাঝেই বারবার উঠে আসছে রোহিত শর্মার বিকল্প অধিনায়কের নাম। সূত্র বলছে, রোহিত ওয়ানডে থেকে অবসর নিলে বিকল্প অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকবেন অনেকেই।
যদিও গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের অনবদ্য পারফরমেন্স দেখে অনেকেই মনে করেছিলেন ওয়ানডে ক্রিকেটে রোহিতের পর তাঁকেই অধিনায়কত্ব দেওয়া হতে পারে। তবে শোনা যাচ্ছে, সেই রাস্তায় হাঁটতে চাইছেন না গম্ভীর-আগরকর জুটি। তাহলে রোহিতের বিকল্প মুখ কে?
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই নাকি বোর্ড কর্তারা ভেবে নিয়েছিলেন এবার অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা। তবে তেমনটা হয়নি! ওয়ানডেতে আরও কিছুটা সময় কাটানোর কথা পরিষ্কার জানিয়ে দেন হিটম্যান। তাই রোহিতের বিকল্প খুঁজে রাখতে হচ্ছে বোর্ডকে। শোনা যাচ্ছে, সম্প্রতি টেস্ট থেকে অবসরের পরই ওয়ানডে দলে রোহিতের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে 40 বছর। সেই সময়ে ফিটনেসের পাশাপাশি মাঠে কতটা নিজেকে মেলে ধরতে পারবেন শর্মা, তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে। এহেন আবহেই শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেটের পর ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে 25 বছরের তরুণ শুভমন গিলকে। সেক্ষেত্রে অধিনায়কত্ব না পেলে রোহিত কি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন? উঠছে প্রশ্ন।
অবশ্যই পড়ুন: লর্ডসে ক্যাঁচাল! ইংল্যান্ড সিরিজের আগেই ভারত-অস্ট্রেলিয়ার অশান্তি! জেনে নিন সবটা
2027 বিশ্বকাপের আগেই কি অবসর নিয়ে নেবেন রোহিত শর্মা?
সম্প্রতি বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সত্যি কথা বলতে আমরা প্রথমদিকে ভেবেছিলাম চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেই ওয়ানডে থেকে অবসর ঘোষণা করবেন রোহিত শর্মা। তবে তেমনটা হল না। তাই বিকল্প খুঁজে রাখতে হচ্ছে বোর্ডকে। ওই সূত্র জানায়, শেষ পর্যন্ত রোহিতকে যদি অধিনায়কত্ব দেওয়া না হয়, সেক্ষেত্রে 40 বছর বয়সে গিয়ে তিনি ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়!












