কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলমান টেস্ট সিরিজের মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম ইন্ডিয়ার বোলার মহম্মদ শামির মধ্যে ঝগড়ার খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্টে ম্যাচের আগে রোহিত শর্মা শামির চোট নিয়ে মন্তব্য করেছিলেন। এরপরই নাকি তাঁদের দুজনার মধ্যে ঝামেলা হয়েছে।
শামির চোট নিয়ে মন্তব্য রোহিতের
অ্যাডিলেড টেস্টে হারের পর রোহিত শর্মাকে প্রেস কনফারেন্সে মহম্মদ শামিকে নিয়ে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় শামির হাঁটুতে চোট লাগে, যার কারণে টিম ইন্ডিয়ায় যুক্ত হওয়ার জন্য দেরি হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, তাঁকে এখনই এখানে না আনাই ভাল, এতে তাঁরই সমস্যা হবে। তবে রোহিত শর্মা এও বলেন যে, শামির জন্য টিম ইন্ডিয়ার দরজা সবসময় খোলা রয়েছে।
কী নিয়ে ঝামেলা রোহিত শর্মা মহম্মদ শামির?
দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা ও মহম্মদ শামির মধ্যে ঝামেলা হয়েছে। বেঙ্গালুরু টেস্টের আগে রোহিত বলেছিলেন যে, শামি সম্পূর্ণ ফিট নন, তাঁর হাঁটুতে চোট রয়েছে। এরপরই নাকি শামি এসব রিপোর্ট মিথ্যে বলে খারিজ করে দিয়েছেন। জানা যাচ্ছে, শামি যখন NCA-তে ছিলেন, সেই সময় বেঙ্গালুরু টেস্টের মাঝে রোহিতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। আর এই সাক্ষাতেই নাকি তাঁদের দুজনার মধ্যে ঝামেলা হয়।
রনজি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করছেন শামি। তবে তিনি এখনও টিম ইন্ডিয়ায় খেলার ছাড়পত্র পাননি। শোনা যাচ্ছে যে, চতুর্থ টেস্টে তিনি ভারতীয় দলে যোগ দিতে পারেন।