রোহিত শর্মাকে ODI-র অধিনায়কত্ব থেকে সরাতে পারে BCCI, দ্বিতীয় পছন্দ শুভমন?

Published on:

Rohit Sharma ODI captaincy may lost

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি অধ্যায় শেষ হয়েছে বহু আগেই। সম্প্রতি সাদা পোশাকের ফরম্যাট থেকেও হাত গুটিয়ে নিয়েছেন তিনি। তবে সে সিদ্ধান্ত মেনে নিলেও ওয়ানডে ক্রিকেট নিয়ে কিছুটা স্বস্তিতে ভক্তরা। কেননা, 50 ওভারের ফরম্যাট থেকে আপাতত যাচ্ছেন না রোহিত শর্মা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সেই সাময়িক স্বস্তির মাঝেই হঠাৎ এল দুঃখের খবর! শোনা যাচ্ছে, শীঘ্রই ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাবেন রোহিত! হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক একটি পোস্ট সেই জল্পনাই বাড়িয়েছে। কিন্তু হিটম্যানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে কাকে সিংহাসনে বসাবে বোর্ড? শোনা যাচ্ছে, তাও নাকি একপ্রকার ঠিক হয়ে গিয়েছে!

ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন না রোহিত শর্মা!

গত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে জিতিয়ে রোহিত এবং বিরাট দুজনেই নিশ্চিত করেছিলেন তারা আপাতত ওয়ানডে থেকে সরে যাচ্ছেন না! ফলত, দুই মহা তারকাকে নিয়ে 50 ওভারের ফরম্যাটে আশঙ্কা নেই ভক্তদের। এরই মাঝে শোনা যাচ্ছে, ওয়ানডে ক্রিকেট না ছাড়লেও হয়তো অধিনায়কের পদটা ছাড়তে হতে পারে রোহিত শর্মাকে!

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের চলতি টেস্টের মহানায়ক অর্থাৎ টিম ইন্ডিয়ার টেস্ট দলের বর্তমান ক্যাপ্টেন শুভমনকেই রোহিতের বিকল্প হিসেবে ওয়ানডে ক্রিকেটে জায়গা দিতে পারে বোর্ড! আসলে, গিলের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল যত ভাল পারফর্ম করবে, এই সম্ভাবনা চওড়া হবে ততই। যদিও এ প্রসঙ্গে বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

রোহিত, বিরাটের কামব্যাক নিয়ে তৈরি হয়েছে সংশয়!

প্রথমেই বলে রাখি, শুভমনের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জেতা ম্যাচে হারলেও দ্বিতীয় টেস্টের ময়দানে সেই যন্ত্রনা ঘুঁচিয়ে নিয়েছে ভারত। বর্তমানে লর্ডসের মাঠে গিলের নেতৃত্বেই দাপট দেখাচ্ছে ভারতীয় দল। এমতাবস্থায়, আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টেস্ট দলে গিলের পারফরমেন্সের ওপর অনেক কিছু নির্ভর করছে।

অবশ্যই পড়ুন: লর্ডসে ৫ উইকেট তুলেও সেলিব্রেশন করেননি বুমরাহ! সামনে এল কারণ

কেউ কেউ বলছেন, গিল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সিরিজ জেতাতে পারেন, তবে হয়তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই 50 ওভারের সংস্করণে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনিই।। এদিকে, সময় যত এগোচ্ছে, ওয়ানডেতে রোহিত, বিরাটের কামব্যাক নিয়ে ততই বাড়ছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল ভারতের। তবে আপাতত তা পিছিয়ে গিয়েছে।

ফলে রোকো জুটির কামব্যাক নিয়েও অপেক্ষা বেড়েছে ভক্তদের। যদিও সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে ক্রিকেটে না থাকতে পারায়, আগামী দিনে ফর্ম নিয়ে সমস্যায় পড়তে হতে পারে রোহিত বিরাটকে। হয়তো সেই কারণেই ভারতীয় দলের আসন্ন ওয়ানডে আসরগুলিতে রোহিত এবং বিরাট প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group