২০২৭ বিশ্বকাপে খেলবেন না রোহিত শর্মা? অবশেষে উত্তর দিলেন হিটম্যান

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার পর ওয়ানডেতে কামব্যাক করেছেন রোহিত শর্মা। তবে প্রত্যাবর্তনের আগেই একদিনের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। দেশের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমন গিল। ফলত, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে গিলের নেতৃত্বেই খেলতে হবে হিটম্যানকে। তবে ওয়ানডেতে ফিরলেও প্রিয় ক্রিকেটার 2027 বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে রোহিত ভক্তদের। এবার সে প্রসঙ্গেই মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক (Rohit Sharma On 2027 ODI World Cup)।

2027 বিশ্বকাপে খেলবেন রোহিত?

2027 ওয়ানডে বিশ্বকাপ এখনও বহুদূর। কাজেই, দু’বছর পর ফিটনেস সহ একাধিক বিষয়গুলিকে মাথায় রেখে আদৌ রোহিত বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ক্রমশ জোড়ালো হচ্ছিল সংশয়। এদিকে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘রোহিত এবং বিরাট ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 বিশ্বকাপের পরিকল্পনায় নেই।’ প্রধান নির্বাচকের এমন বক্তব্যের পর থেকেই অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো বিশ্বকাপে খেলবেন না হিটম্যান। তবে সেই ভাবনা মুহূর্তে বদলে দিলেন রোহিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কথা বলতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। মেক আ উইশ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ভিডিওটিতে এক শিশুকে রোহিতের উদ্দেশ্যে প্রশ্ন করতে দেখা যায়। শিশুটি প্রশ্ন করেন পরবর্তী বিশ্বকাপ কবে? উত্তরে রোহিত শর্মা বলেন, 2027 সালে। এরপরই ওই খুদে রোহিতকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি সেই বিশ্বকাপে খেলবে?’ তৎক্ষণাৎ উত্তর দেন হিটম্যান। বলেন, ‘হ্যাঁ! আমি খেলতে চাই।’ কার্যত এই ভিডিও থেকেই একটা বিষয় পরিষ্কার, তা হল আগামী দিনে সব ঠিক থাকলে হয়তো 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা।

অবশ্যই পড়ুন: আফগানিস্তানের এয়ার ডিফেন্স মেরামতির জন্য টেকনিশিয়ান পাঠিয়েছে ভারত! দাবি পাকিস্তানের

 

উল্লেখ্য, আগামীকাল, 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এই আসরের শেষ ম্যাচ আগামী 25 অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে। তবে তার আগে গোটা সিরিজে অজিদের বিপক্ষে ব্যাট উঁচিয়ে নিজেকে প্রমাণ করতে হবে রোহিত শর্মাকে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিতের ফর্ম ভাল থাকলেই তাঁকে নিয়ে আগামীতে চিন্তা করবে বোর্ড।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join