বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছরের শুরুটা চ্যাম্পিয়নস ট্রফি জয় দিয়েই করেছিল ভারত। তবে সেই ট্রফি জয়ের নেপথ্য নায়ক প্রধান কোচ গৌতম গম্ভীর নন, বরং পূর্বতন হেড কোচ রাহুল দ্রাবিড়। অধিনায়কত্ব হারানোর পরই এ কথা স্বীকার করেছেন রোহিত শর্মা (Rohit Sharma On Rahul Dravid)। মঙ্গলবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েই হিটম্যান স্পষ্ট জানান, চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পেছনে দ্রাবিড়ের অবদান অবিস্মরণীয়।
চ্যাম্পিয়নস ট্রফি জয়ে দ্রাবিড়ের অবদান স্মরণ করালেন রোহিত
2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা নিশ্চয়ই মনে আছে সকলেরই। সে বছর, জেতার আশা নিয়েও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। তবে সেই অপ্রাপ্তি ঘুঁচেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই চ্যাম্পিয়নস ট্রফিতে কামাল দেখিয়েছিলেন ভারতের ছেলেরা। যদিও খাতায়-কলমে তখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। কিন্তু তা সত্বেও গতকাল মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ভারতীয় দলের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নেপথ্যে রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব স্মরণ করেছেন রোহিত।
এদিন মুম্বইয়ের অনুষ্ঠান থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট বলেন, ‘দেখুন, আমি কিন্তু সেই বিশ্বকাপজয়ী, চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলটাকে মন থেকে ভালবাসি। এই দলের প্লেয়ারদের সাথে প্রচুর স্মৃতি আছে আমার। এক বা দু বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফল হিসেবে দু-দুখানা ICC ট্রফি পেয়েছি আমার। তবে এই সাফল্যটা এসছে বছরের পর বছর ধরে সাধনার চালিয়েই।’
গতকাল সর্বসমক্ষে রোহিত আরও বলেন, ‘মাঝে আমরা অনেক বড় ট্রফি জয়ের কাছাকাছি চলে এসেছিলাম। যদিও শেষ পর্যন্ত আমরা সেটা জিততে পারিনি। তাই আমরা একটু অন্যভাবে ভাবতে চেয়েছিলাম। আসলে দুটো ভাবে বিষয়টিকে দেখা যায়। প্রথমত, ম্যাচের আগে জয়ের কথা মনে মনে ভেবে নেওয়া এবং দ্বিতীয়ত মাঠে গিয়ে বাস্তবে ট্রফি জিতে দেখানো। তবে এই কাজটা একজন বা দুজন প্লেয়ার নিয়ে সম্ভব হয়নি। সকলকে একসাথে লড়তে হয়েছে।’
“I love that team” 🥹
From the heartbreak of 2023 to back-to-back trophies, #RohitSharma takes us through that journey! 💙#CEATCricketAwards2025 👉 10th & 11th OCT, 6 PM on Star Sports & JioHotstar pic.twitter.com/KPYQAUkCbl
— Star Sports (@StarSportsIndia) October 7, 2025
অবশ্যই পড়ুন: আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয়ে হামলা! মৃত ১১, দায় নিল TTP
বলাই বাহুল্য, মঙ্গলবারের অনুষ্ঠান থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নেপথ্যে পূর্বের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নাম উল্লেখ করলেও গৌতম গম্ভীরের নাম সে অর্থে উচ্চারণ করেননি তিনি। রোহিতকে বলতে শোনা গিয়েছিল, ‘চ্যাম্পিয়নস ট্রফির সময় পুরো টিমটাই জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কীভাবে মাটিতে পা রেখে নিজেদের চ্যালেঞ্জ করতে হবে। কীভাবে ম্যাচ জেতা যাবে সেইসব নিয়েই চিন্তাভাবনা চলছিল। যা দেখে আমার সত্যিই ভাল লেগেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় আমাকে আর আমাদের সেই সময়কার কোচ রাহুল ভাইকে টিমের সেই মনোভাব প্রচন্ড সাহায্য করেছিল। সেই পদ্ধতিই আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে অনুসরণ করি।’ এক কথায়, গম্ভীরের নাম না উল্লেখ করেই রোহিত বুঝিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফি জয়ে আদতেই সাহায্য করেছিল দ্রাবিড়ীয় পদ্ধতি।