বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে হেরেছে ভারত। যাঁদের ফেরার আনন্দে কার্যত নাওয়া খাওয়া ভুলে ম্যাচ দেখতে বসেছিল সমর্থকরা, সেই দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি অজিদের সামনে ডাহা ফেল করেছেন। একদিকে 8 রান করে মাঠ ছাড়েন হিটম্যান, অন্যদিকে খাতাই খুলতে পারেননি বিরাট। ফলে যথেষ্ট হতাশ হয়েছেন ভক্তরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে আর সেই ভুল করলে চলবে না। কারণ দুই পছন্দের ক্রিকেটারকে নিয়ে ফের আশায় বুক বাঁধতে শুরু করেছেন সকলে। এরই মাঝে বড় কান্ড ঘটালেন রোহিত (Rohit Sharma Practice Video)। অনুশীলন করলেন যশস্বী জয়সওয়ালের ব্যাট দিয়ে….
যশস্বীর ব্যাট দিয়ে অনুশীলন করলেন রোহিত!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে আগামীকাল। অ্যাডিলেড ওভালে গড়াবে সেই ম্যাচ। আর তার আগেই অজিভূমিতে বয়সে ছোট ভারতীয় ক্রিকেটার জয়সওয়ালের ব্যাট নিয়ে অনুশীলন করতে দেখা গেল রোহিত শর্মাকে! ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুরোপুরি তৈরি হয়ে দুটি ব্যাট হাতে অনুশীলন করতে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। মাঠে যাওয়ার পথে তাঁর সাথে দেখা রোহিতের।
ভিডিওটি দেখায়, তরুণ ক্রিকেটারের সাথে দেখা হতেই তাঁর থেকে একটি ব্যাট নিয়ে ছায়া অনুশীলন করতে থাকেন রোহিত শর্মা। হাতে নিয়ে বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন ব্যাটটি। সেই সাথে চলে আলাপচারিতাও। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই বেড়েছে চর্চা। একটা বড় অংশের মানুষ বিষয়টিকে ইতিবাচক দিক থেকে দেখলেও কেউ কেউ আবার বলছেন, নিজের ব্যাটে ব্যর্থ, তাই বয়সে ছোট ক্রিকেটারের ব্যাট দিয়ে চেষ্টা করে দেখবেন হয়তো… সব মিলিয়ে জয়সওয়ালের ব্যাট নিয়ে বেশ চর্চায় রোহিত শর্মা।
অবশ্যই পড়ুন: ব্যর্থতাই কাল! এই ৪ স্টার প্লেয়ারকে IPL 2026 এর আগেই ছাড়বে KKR, দাবি রিপোর্টে
Rohit Sharma checking Jaiswal’s bat.😃❤️ pic.twitter.com/tQbTrcRz8x
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) October 21, 2025
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়টিতে একই ঘটনার পুনরাবৃত্তি করলে চলবে না। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান সিরিজের উপরেই নির্ভর করছে রোহিত শর্মার আগামী দিনগুলি। তাছাড়াও, 2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা করতে হলে চলতি সিরিজে নিজেকে মেলে ধরতে হবে। কাজেই, অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ান বোলারদের পিটিয়ে ছাতু করতে পারলেই বোর্ডের কাছে বড় বার্তা দিতে পারবেন রোহিত। এমনটা হোক সেটা প্রার্থনা সকলেরই। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওভালে যেহেতু শর্মার রেকর্ড খুব একটা ভাল নয় তাই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে চার, ছয় মারাটা হিটম্যানের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।