বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া সিরিজে ধুঁকতে থাকা রোহিত শর্মার দল 2024 বর্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য হাসিল করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর গত নভেম্বরেই দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মুখের হাসি চওড়া হলেও সাফল্য সেভাবে ধরা দেয়নি গত বছরের ওয়ানডে সিরিজে।
ওয়ানডেতে ঘরের মাঠে ভারতকে দুরমুশ করেছে লঙ্কান বাহিনী। তাই ওয়ানডে ক্রিকেটে ভারতের ছেলেদের পারফরমেন্সে বিশেষ নজর রাখা জরুরি। চলুন দেখে নিই গত বছর অর্থাৎ 2024 বর্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক 5 ভারতীয় ব্যাটম্যানের তালিকা।
রোহিত শর্মা
চলতি বর্ডার গাভাস্কার টেস্টে অজিদের তোপের মুখে পড়ে খেই হারালেও বিগত ওয়ানডে ম্যাচ গুলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। গত বছর ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান এসেছে তাঁর ব্যাট থেকেই। বর্তমানে টেস্ট ক্রিকেটে দুঃসময় কাটানো রোহিত আগের 3 ওয়ানডে ম্যাচ মিলিয়ে 141 স্ট্রাইক রেটে 157 রান করেছেন। যার মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ 64 রান করেছিলেন শর্মা। কাজেই হিটম্যানের পছন্দের এই ফরম্যাটে সর্বাধিক রানের দৌঁড়ে 2024 মরসুমে অন্তত তাঁর ধারে কাছে নেই কেউই।
অক্ষর প্যাটেল
রোহিতের রেকর্ড ছুঁতে না পারলেও গত বছর অর্থাৎ 2024 বর্ষের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে জ্বলজ্বল করছে অক্ষর প্যাটেলের। সেবার শত্রু পক্ষকে ব্যাটিং দাপট দেখিয়ে 3 ম্যাচে 79 রান তুলেছিলেন অক্ষর। স্ট্রাইক রেট ছিল 73-এর। তবে সংগ্রহের ঝুলিতে রানের সংখ্যা বেশি থাকলেও গতবছর একটিও সেঞ্চুরি পাননি এই ভারতীয় তারকা।
তৃতীয় স্থানে বিরাট কোহলি
2023 সালের ওয়ানডে ফরম্যাটে বিরাটের রুদ্রমূর্তি গতবছর অর্থাৎ 2024 বর্ষে একেবারে ঝিমিয়ে গিয়েছিল। গত বছরে 50 ওভারের ক্রিকেটে ব্যাট হাতে আশানুরূপ ফল পাননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে তা সত্ত্বেও 2024 ওয়ানডে মরসুমের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের খেতাব অর্জন করেছেন তিনি। গত বারের ওয়ানডেতে 84 স্ট্রাইক রেটে ব্যাট করে 3 ম্যাচে 58 রান তুলেছিলেন কিং কোহলি।
শুভমন গিল
2024 বর্ষে 3 ফরম্যাট মিলিয়ে ব্যাটে যথেষ্ট দখল ছিল গিলের। তবে ওয়ানডের রণক্ষেত্রে খুব একটা দাপট দেখাতে পারেননি ভারতের তরুণ প্রতিভা। 3 ওডিআই ম্যাচ খেলে 61 স্ট্রাইক রেটে 57 রান করেছেন গিল। আর এই কীর্তি তাঁকে 24বর্ষের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় 4 নম্বরে জায়গা দিয়েছে।
পঞ্চম আসনে ওয়াশিংটন সুন্দর
গত বছর 3 ওয়ানডে ম্যাচ খেলে 72 স্ট্রাইক রেটে 50 রান করেছিলেন ওয়াশিংটন। আর এই কীর্তি তাঁকে রোহিত-বিরাট-গিলদের পর সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম আসনে বসিয়েছে।
উল্লেখ্য, 2024 বর্ষের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রোহিতের নাম থাকলেও টেস্টে যশস্বী জয়সওয়াল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রান করে তালিকার শীর্ষে রয়েছেন সঞ্জু স্যামসন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |