বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের ম্যাচে হ্যাটট্রিক গড়ার সুবর্ণ সুযোগ ছিল ভারতীয় অলরাউন্ডার স্পিনার অক্ষর প্যাটেলের। সেই মতো ওপার বাংলার ছেলেদের পরপর দুই উইকেট নিয়ে তৃতীয় উইকেটটিও একপ্রকার সুনিশ্চিত করে ফেলেছিলেন প্যাটেল। তবে সেই নিশ্চয়তায় জল ঢালেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ম্যাচ চলাকালীন জাকের আলির সহজ ক্যাচ হাত ফসকায় রোহিতের। যার জেরে তৃতীয় উইকেট ভেঙ্গে হ্যাটট্রিক গড়ার স্বপ্নও অধরা থেকে যায় ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। তবে অধিনায়ক হিসেবে এমন ভুলের পর সতীর্থর কাছে ক্ষমা চেয়েছেন রোহিত। এবার পেলেন শাস্তি!
ঠিক কী ঘটিয়েছিলেন শর্মা?
বৃহস্পতিবার টস ভাগ্য না ফেরায় বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করতে হয় রোহিত শর্মাদের। ফলত অগত্যা ওপার বাংলার ছেলেদের বিপক্ষে বল ছোঁড়ার সিদ্ধান্ত নেন ভারতীয় বোলাররা। সেই মতো নবম ওভারে ঘুর্নির জোর দেখানোর দায়িত্ব গিয়ে পড়ে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের কাঁধে। অধিনায়কের সিদ্ধান্ত মাথায় নিয়ে বাংলাদেশের ছেলেদের বল করতে নামেন স্পিনার অলরাউন্ডার প্যাটেল।
ম্যাচ তখন নবম ওভারের দ্বিতীয় বলে, অক্ষরের বলে আউট হলেন বাংলাদেশের তানজিদ হাসান। এরপর একই পথ ধরে তৃতীয় বলে অক্ষরের হাতে বধ হন মুশফিকুর রহিম। কাকতালীয়ভাবে চতুর্থ বলেও সাফল্য পেতে পারতেন অক্ষর। কিন্তু তা সম্ভব হয়নি। চতুর্থ বলেই হ্যাটট্রিক গড়ার সুযোগ ছিল প্যাটেলের।
সেই লক্ষ্য নিয়েই বল ছুড়েছিলেন ওপার বাংলার জাকের আলির উদ্দেশ্যে। বল আলির ব্যাটের আলতো সংস্পর্শে আসতেই স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের দিকে ছুটতে থাকে তবে দুর্ভাগ্য, অক্ষরের হ্যাটট্রিক বল ক্যাচ করতে ব্যর্থ হন হিটম্যান। যার জেরে হাত ফসকায় সম্ভাব্য হ্যাটট্রিক। আর এই ঘটনার পরই রোহিতকে আক্ষেপ করতে দেখা যায়। সতীর্থর সহজ ক্যাচ মিস করায় মাটি চাপড়াতে থাকেন শর্মা। শেষ পর্যন্ত গুনতে হলো ভুলের মাসুল!
অক্ষরের কাছে ক্ষমা চেয়েও পেতে হল শাস্তি!
দুবাইয়ের মাঠে অক্ষরের হ্যাটট্রিক বল মিস করায় মাঠেই চরম আফসোস করছিলেন রোহিত শর্মা। যেই মুহূর্তের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই চাক্ষুষ করেছেন ভারতীয় সমর্থকরা। তবে প্যাটেলের সাফল্যে বাধা হয়েই থেমে থাকেননি রোহিত। সহজ ক্যাচ মিস করার পর অক্ষরের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ম্যাচ শেষে সেই ভুলের শাস্তি কী হতে চলেছে তা জানিয়ে দিলেন শর্মা।
আরও পড়ুন: ১৫০ মিটার বেঁটে হল এভারেস্ট, বিজ্ঞানীদের গবেষণায় চিন্তা বাড়ল ভারতের
স্লিপে দাঁড়িয়ে থেকে নিজের ভুলে ক্যাচ মিস করার খেসারত কী দিতে হবে এমন একাধিক প্রশ্ন উঠেছিল সমর্থক মহলে। এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন খোদ রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, ক্যাচটা খুবই সহজ ছিল। মিস করা উচিত হয়নি। ভুলটা আমারই। তবে আমি এটাও জানি যে, ম্যাচের মধ্যে কোনও কোনও সময় এমন ভুল হয়ে যায়। আমি এর জন্য অক্ষরকে নিশ্চয়ই খাওয়াতে নিয়ে যাব।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |