বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 18 বছরের অপেক্ষা কাটিয়ে অবশেষে প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। মূলত গোটা দলের অক্লান্ত পরিশ্রমের জেরেই এ বছর সেরার তকমা গায়ে মেখেছে RCB।
তবে এই সাফল্যকে আগামী দিনে আরও বড় শক্তিতে পরিণত করতে চায় রেড আর্মি। সেই সূত্র ধরেই শোনা যাচ্ছে, আসন্ন 2026 IPL সিজনের আগেই দলের ভুল ত্রুটি শুধরে নতুন যুদ্ধজয়ের দিকে ঝাঁপাবে কোহলিদের দল। সূত্র বলছে, সেই লক্ষ্যেই 2026 IPL মরসুমে বেঙ্গালুরু শিবির থেকে বাদ পড়তে পারেন 5 বড় তারকা।
এই 5 প্লেয়ারকে 2026 সিজনের আগেই ছাঁটাই করবে RCB!
নুয়ান তুষারা
IPL 2025 সিজনের 1.60 কোটির প্লেয়ার নুয়ান তুষারা এই যাত্রায় বেঙ্গালুরুর জার্সি গায়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। মূলত লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে ওই ম্যাচে 26 রান খরচ করে মাত্র 1টি উইকেট নিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের এই সীমিত সাফল্যকে সঙ্গে নিয়ে আর নতুন করে তাঁর সাথে চুক্তি দীর্ঘায়িত করবে না RCB।
রশিক সালাম দার
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 6 কোটির প্লেয়ার রশিক সালাম দার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেই দুই আসরেই 35 রান খরচ করে মাত্র 1টি উইকেট তুলেছিলেন তিনি। বেশ কয়েকটি সূত্র বলছে, প্লেয়ারের এমন দুর্বল পারফরমেন্সকে সামনে রেখে 2026 মরসুমের আগেই তাকে বাদ দেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট।
সুয়াশ শর্মা
গত নভেম্বরের IPL 2025 মেগা অকশন থেকে সুয়াশ শর্মাকে 2.6 কোটি টাকায় কিনেছিল RCB। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় 14 ম্যাচে অংশ নিয়ে মোটামুটি দাগ কেটে ছিলেন তিনি। মূলত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1 ম্যাচে অংশ নিয়ে 17 রান খরচ করে 3 উইকেট তোলেন শর্মা।
তাছাড়াও অন্য আরেক ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন এই ভারতীয় বোলার। তবে দুঃখের বিষয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশিরভাগ ম্যাচেই তাঁকে শূন্য নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। সূত্র বলছে, এই খেলোয়াড়ের সীমিত সাফল্যকে নিয়ে আর নতুন করে বিপদ বানাতে চাইবে না RCB।
যশ দয়াল
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, IPL 2025 মরসুমে 5 কোটি দিয়ে কেনা যশ দয়ালকে আগামী সিজনের আগেই ছেড়ে দিতে পারে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল বাহুল্য, এ যাত্রায় মোট 15 ম্যাচে অংশ নিয়ে 13টি উইকেট তুলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও এই প্লেয়ারকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, দয়ালকে ছেড়ে দিয়ে আরও ভাল কাউকে নিক বেঙ্গালুরু!
অবশ্যই পড়ুন: এই কাজ না করলে আর পাবেন না তৎকাল টিকিট! অনলাইন বুকিং নিয়ে কঠোর হল রেল
তালিকায় বড় নাম
অন্যান্য বোলারের পাশাপাশি শোনা যাচ্ছে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যের আরেক কারিগর 8.75 কোটির লিয়াম লিভিংস্টোনকে আগামী সিজনের আগেই ছেড়ে দিতে পারি RCB ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, এ যাত্রায় 10 ইনিংসে মোট 112 রান করা এই প্লেয়ারের ওপর নাকি আগামী সিজনের জন্য ভরসা পাচ্ছে না বেঙ্গালুরু। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই তারকার সাথে সম্পর্ক ছিন্ন করবে RCB। বলা বাহুল্য, গুজরাতের বিরুদ্ধে এক ম্যাচ 54 রান ছিল লিভিংস্টোনের এ মরসুমের সর্বোচ্চ স্কোর। তবে বল হাতে মাত্র চার ম্যাচে দুটি উইকেট তুলেছেন তিনি।