বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাটা ছিল গত বছর থেকেই। 2025 সালের অক্টোবরে পৌঁছে অবশেষে তা সত্যি করে দেখালেন ক্রিকেটের রাজা সচিন তেন্ডুলকর। গত শুক্রবার সুইগি ইনস্টামার্টের প্রাক্তন প্রধান কার্তিক গুরুমূর্তি ও করণ অরোরার সঙ্গে হাত মিলিয়ে নিজের স্পোর্টস ব্র্যান্ড Ten X U লঞ্চ করলেন সচিন (Sachin Tendulkar Sports Brand)। জানা যাচ্ছে, গড অফ ক্রিকেটের নতুন ব্র্যান্ডটি মূলত SRT10 সংস্থার অধীনে।
কোন পণ্য বিক্রি করবে সচিনের সংস্থা?
দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, সদ্য লঞ্চ হওয়া সচিন তেন্ডুলকরের নতুন ব্র্যান্ড Ten X U মূলত স্পোর্টস জুতো সহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম এবং পোশাক বিক্রি করবে। সূত্রের খবর, ক্রিকেটের মহারাজ সচিনের এই নতুন স্টার্ট আপ সংস্থাটি নাকি নাইক এবং ডেক্যাথলনকেও টেক্কা দিতে পারবে। বলা বাহুল্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সুবিধামতো নানান সংস্থায় বিনিয়োগ করতে উঠেপড়ে লেগেছেন সচিন। হিসেব করে দেখলে, এখনও পর্যন্ত একাধিক সংস্থায় সচিনের বিনিয়োগ রয়েছে। তেমনই দুই সহযোগীর সাথে হাত মিলিয়ে এবার নিজের নতুন ব্র্যান্ড নিয়ে ময়দানে নেমে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
গতকাল নিজের স্পোর্টস ব্র্যান্ড লঞ্চ করার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন বলেন, ‘আজ আমি আমাদের ব্র্যান্ড 10XU লঞ্চ করতে পেরে সত্যিই আনন্দিত। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ, এমন কিছু যা আমি বছরের পর বছর ধরে অনুভব করেছি, আমরা সেগুলো এবং তার সাথে যাতে অতিরিক্ত কিছু এই সংস্থায় যোগ করার চেষ্টা করেছি। আমার কেরিয়ারে আমি যা পাইনি তা এখানে যোগ করতে পেরে সত্যিই ভাল লাগছে।’
এদিন সচিন আরও বলেন, ‘আমাদের নতুন সংস্থায় জুতো তৈরি করতে প্রায় 18 মাস সময় লেগে গিয়েছে। ক্রিকেট জুতোর পাশাপাশি আমরা আরও নানান ধরনের পণ্য চালু করেছি, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। যাতে প্রত্যেকেই আমাদের সংস্থার জুতো ব্যবহার করতে পারেন। আমি আমার জাতিকে একটি ক্রীড়াপ্রেমী জাতি থেকে ক্রীড়া খেলোয়াড় জাতিতে রূপান্তরিত করতে চাই।’
#WATCH | Mumbai, Maharashtra: Cricket legend Sachin Tendulkar says, “Really excited today to have launched our brand 10XU…This is very important for me, something that I experienced over the years – we have tried to incorporate and add a little more. What I felt in my career… pic.twitter.com/FMzYOzgQKa
— ANI (@ANI) October 10, 2025
অবশ্যই পড়ুন: রাজ্যে সাইবার হানা! আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক করে হুমকি পাকিস্তানের
সচিনের ব্র্যান্ডের জুতোর দাম কত হবে?
রিপোর্ট অনুযায়ী, গ্রাহকদের জন্য উন্নতমানের প্রিমিয়াম জুতো তৈরি করার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে সচিনের সংস্থা। জানা যাচ্ছে, শুরুর মাসেই এই সংস্থাটি 4 থেকে 5 কোটি টাকা আয়ের লক্ষ্য বেঁধেছে। সচিনদের পরিকল্পনা, আগামী 18 মাসের মধ্যে জুতো সহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম বিক্রি করে 30 থেকে 35 কোটি টাকা ঘরে তোলা। সেই মতোই ভারতের পাশাপাশি বিদেশেও জুতো ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম রপ্তানির পরিকল্পনা করছে Ten X U। বলে রাখি, সচিনের সংস্থায় একজোড়া জুতার দাম শুরু হচ্ছে, 5,000 হাজার টাকা থেকে। এছাড়াও, 6,000, 9,000 এবং এর থেকেও বেশি দামের জুতো পাওয়া যাবে মাস্টার ব্লাস্টারের সংস্থায়।