আর একসাথে থাকা গেল না! বিবাহবিচ্ছেদ ঘোষণা সাইনা নেওহালের

Published:

Updated:

Saina Nehwal Divorce News
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার সকাল সকাল এসেছিল দুঃসংবাদ। আচমকা সকলকে অবাক করে দিয়ে নিজের বিবাহ বিচ্ছেদের খবর সমাজ মাধ্যমে জানিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওহাল। গতকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পারুপাল্লি কাশ্যপের সাথে বিচ্ছেদের খবর ভক্তদের সাথে ভাগ করে নেন এই ভারতীয় মহিলা মহারথী। যা দেখেতেই কার্যত অবাক নেট দুনিয়া।

ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান সাইনা

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিবাহ বিচ্ছেদের খবর জানাতে ভারতীয় তারকা নেওহাল লেখেন, কখনও কখনও জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে দাঁড় করায়। অনেক ভেবেচিন্তে শেষমেষ পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

মূলত শান্তি বজায় রেখে আমরা এমন সিদ্ধান্ত নিলাম। পুরনো যা স্মৃতি রয়েছে সেগুলোর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আশা রাখছি আগামী দিনে এগিয়ে যাব, আমাদের বোঝার জন্য সকলকে অনেক ধন্যবাদ।

এদিন ঠিক এমন ভাষাতেই বেশ খানিকটা চাপা কষ্ট বুকে আটকে রেখে নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা। কাজেই ভারতীয় তারকার পোস্ট থেকে এ কথা নিশ্চিত যে, পারুপ্পালি এবং সাইনা দুজনেই আপাতত বিচ্ছেদের পথেই হাঁটলেন।

Saina Nehwal Divorce News

অবশ্যই পড়ুন: মাঝ রাস্তায় পোষ্যকে রেখে পালাল অমানবিক মালিক! ‘দত্তক’ নিয়ে নজির গড়লেন বিডিও

প্রসঙ্গত, টানা দু’বছর বন্ধুত্ব তারপর ধীরে ধীরে মাখো মাখো সম্পর্কের পর শেষমেষ 2018 সালের 18 ডিসেম্বর বৈবাহিক জীবনে পদার্পণ করেন সাইনা এবং কাশ্যপ। এরপর থেকে বিবাহ জীবন বেশ ভালই কাটছিল।

একজন ভারতীয় ব্যাডমিন্টনে দাপটের সাথে রাজত্ব করছিলেন, অন্যজন (কাশ্যপ) কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। যদিও সাইনা এক সময়ে কিন্তু বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন, যা অস্বীকার করার কোনও জায়গা নেই।

আরও
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join