বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ভারতের কাছে বেধড়ক পেটানি খেয়েছে পাকিস্তান দল! এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে সলমান আলি আঘাদের (Salman Ali Agha) হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এদিকে রবিবারের ম্যাচে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজব বিবৃতি দিয়েছেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। যা শুনেই হাসির রোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
পাকিস্তানি অধিনায়কের অযৌক্তিক বক্তব্য
রবির রাতে, ভারতের কাছে ধবল ধোলাই হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সলমান। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সিরিজে তারা তিনটি ম্যাচেই 200 রানের গন্ডি অতিক্রম করেছিল, তবে এখানে ব্যাটসম্যানদের সেই ফর্মে দেখতে পাওয়া যায়নি। জবাবে পাক অধিনায়ক জানিয়েছিলেন, আপনারা যে সিরিজের কথা বলছেন, সেটা মূলত পাকিস্তানে হয়েছিল। সেখানে 200 এর বেশি রান করা গিয়েছে।
সলমান বলেন, আমি মনে করি এখানে বেশ কিছু শর্তের কারণে আমরা 200 রান করতে পারিনি। আপনি যদি আমাদের একটি ভাল পিচ দেন, তাহলে বাংলাদেশের বিপক্ষে হওয়া একই ধরনের স্কোর এখানেও দেখতে পাবেন। সুতরাং দুই অবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এদিন মূলত নিজেদের ব্যর্থতাকে সরিয়ে এক আজব এবং অযৌক্তিক অজুহাত রেখেছিলেন আঘা। যা এখন নেট নাগরিকদের হাসির খোরাক হয়েছে।
Salman Ali Agha said, “If you give us good conditions, you’ll see the same batting we showed against Bangladesh.” pic.twitter.com/RiwXqpe48r
— Sheri. (@CallMeSheri1_) September 21, 2025
অবশ্যই পড়ুন: কী কারণে নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন জুবিন গর্গ? জানুন সেই করুণ কাহিনী
উল্লেখ্য, রবিবার ভারতীয় বোলিং আক্রমণের সামনে ফের ব্যর্থতার পরিধি বাড়িয়েছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। এদিন পাক দলের হয়ে সাহেবজাদা ফারহান ছাড়া আর কোনও ব্যাটসম্যানই নির্ভরযোগ্য ইনিংস খেলতে পারেননি। বলা বাহুল্য, গতকাল পাকিস্তান দলের জার্সি গায়ে 45 বলে 5টি চার এবং 3টি ছয় সহযোগে 58 রান করেছিলেন ফারহান। সেই সূত্র ধরেই ভারতের বিরুদ্ধে 172 রানের লক্ষ্য তৈরি করেছিল সলমানের দল। কিন্তু তাতেও পরাজয় এড়ানো গেল না।