বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরকীয়ার অভিযোগ তুলে প্রাক্তন স্বামী শোয়েব মালিকের সাথে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে অন্যতম পরিচিত নাম সানিয়া মির্জা। এই ঘটনার পর ছেলেকে নিয়েই নিজের বাকি জীবন কাটাচ্ছেন সানিয়া। এদিকে প্রাক্তন টেনিস তারকার সাথে বিচ্ছেদের পরই সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। শোনা যাচ্ছে, এবার সেই বৈবাহিক সম্পর্কও ভাঙতে চলেছে। এক কথায়, তৃতীয়বার ডিভোর্সের পথে শোয়েব.. (Sania Mirza Ex Husband Divorce)
বনিবনা না হওয়াতেই কি বিচ্ছেদ?
সানিয়া মির্জার সাথে বৈবাহিক জীবনে থাকাকালীন পাকিস্তানের সানা জাভেদের প্রেমে পড়েন শোয়েব। জানা যায়, এক বিজ্ঞাপনে কাজ করার সুবাদে পরিচয় হয়েছিল দুজনের। যেখান থেকেই শুরু হয় সম্পর্কে যাত্রা। পরবর্তীতে সানার কথা জেনে গেলে 2023 সালে শোয়েবের সাথে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সানিয়া মির্জা। যদিও এই ঘটনার এক বছরের মধ্যেই পাকিস্তানের সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, বড় শখ করে সানার সাথে সাংসারিক জীবন শুরু করলেও সেটাও টিকল না! রিপোর্ট বলছে, ইতিমধ্যেই সানা এবং শোয়েব দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নাকি ঝামেলা চলছিল সানা, শোয়েবের মধ্যে। মূলত বনিবনা না হওয়ার কারণেই আর একসাথে থাকতে পারছেন না তারা। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি সানা বা শোয়েব কেউই। বেশ কিছু ভিডিওতেও দেখা গিয়েছে দুজন দুজনকে এড়িয়ে চলছেন।
অবশ্যই পড়ুন: ‘ওদের ভাবভঙ্গি ট্রফি দেওয়া মতো ছিল না, এমন আগে দেখিনি!’ মুখ খুললেন সূর্যকুমার
উল্লেখ্য, শুধুমাত্র সানা জাভেদের জন্যই প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার সাথে 14 বছরের সম্পর্ক ভাঙেন শোয়েব। যদিও সানিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন। জানা যায়, 2024 সালে বিয়ের পর শোয়েব মালিকের নাম নিজের নামের সঙ্গে জুড়ে দেন পাকিস্তানের সানা। নাম হয় সানা শোয়েব মালিক। বিয়ের শুরু শুরুতেও অন্যান্যদের মতোই প্রেমটা বেশ মাখো মাখো ছিল। তবে সময় কিছুটা গড়াতেই আর একে অপরের মধ্যে ভাল থাকাটা খুঁজে পাচ্ছেন না সানা-শোয়েব।