লিঙ্গ বদল করে মেয়ে হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্লেয়ার সঞ্জয় বাঙ্গারের ছেলে! ভাইরাল ভিডিও

Published on:

aryan bangar

কলকাতাঃ প্রাক্তন ভারতীয় প্লেয়ার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) ছেলে আরিয়ানেরর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে তাঁকে নিজের হরমোনের রূপান্তরকে দেখাচ্ছে তিনি। পরিস্কার ভাষায় বলতে গেলে, ছেলে থেকে মেয়ে হয়েছে সে। মোট ১০ মাসে সেই এই কাজ করেছে বলে জানা যাচ্ছে। সে এখন নিজের নাম ‘আরিয়ান’ থেকে পাল্টে ‘আনায়া’ করে নিয়েছে। কথা হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলেকে নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছেলে থেকে মেয়ে হলেন সঙ্গয় বাঙ্গারের পুত্র

বলে দিই সঙ্গয় বাঙ্গারের ছেলে আরিয়ান নিজেও ক্রিকেটার। বাঁহাতি ব্যাটার সে। বর্তমানে সে লোকাল ক্লাবের হয়ে খেলছে। আরিয়ান ইসলাম জিমখানা আর লিসেস্টারশায়ারের হিঙ্কেল ক্লাবের হয়ে খেলেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেখানে নাকি অনেক রানও করেছে সে।

আরিয়ান এখন ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে। আর নিজের সিদ্ধান্তে খুশিও সে। আরিয়ান নিজের পোস্টে লেখে, ক্রিকেট খেলতে খেলতে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি অনেককিছু বিসর্জন দিয়েছি। এই খেলা ছাড়াও আমার জীবনে অনেক কাহিনী রয়েছে, যা আমার আবিষ্কারের সাথে জড়িত। আমার এই সফর সহজ ছিল না। তবে এতে অর্জিত জয় আমার কাছে অন্য সব কিছুর চেয়ে বড়। তবে সবথেকে অবাক বিষয় হল, কিছুক্ষণ পর সে তার ইন্সটা পোস্ট মুছে দেয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 

View this post on Instagram

 

A post shared by Anaya Bangar (@anayabangar)

আরিয়ান বর্তমানে আনায়া এখন ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকে। ক্লাবের হয়ে ক্রিকেট খেলত সে। তাঁর ইনস্টাগ্রাম রিল দেখে বোঝা যায় যে সে কোনও ক্লাবের হয়ে খেলে ১৪৫ রানও করেছিল। তবে বর্তমানে তাঁর ক্রিকেটের থেকে বেশি হরমোনের রূপান্তর চর্চায় রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group