তৈরি হবে নতুন মোহনবাগান! ১৪ প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী লড়াই শুরু করলেন সৃঞ্জয় বসু

Published on:

Sanjay Basu starts election campaign for Mohun Bagan secretary post

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মোহনবাগান গড়াই লক্ষ্য! ফের বাগান সচিব পদে ফেরার লড়াই শুরু করে দিলেন সৃঞ্জয় বসু। সূত্রের খবর, পাকাপাকিভাবে মোহনবাগানের (Mohun Bagan) সচিব পদে ফেরার জন্য নির্বাচনী লড়াই শুরুর পাশাপাশি শনিবার আনুষ্ঠানিকভাবে ইস্তাহার প্রকাশ করে সবুজ মেরুন সমর্থকদের জন্য 14 দফা প্রতিশ্রুতি দিয়ে ফেললেন বসু পরিবারের ছেলে সৃঞ্জয়। ঠিক কী কী প্রতিশ্রুতি দিলেন ফুটবল অন্তপ্রাণ সৃঞ্জয় বসু? জানব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন মোহনবাগান গড়তে চান সৃঞ্জয়

শনিবার সল্টলেকে প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ ও প্রাক্তন ক্রীড়াবিদ সোমা বিশ্বাসের উপস্থিতিতে মোহনবাগানের হয়ে নির্বাচনে লড়ার জন্য ইস্তাহার প্রকাশ করেন সৃঞ্জয়। তাঁর দাবি ছিল, প্রথমবারের জন্য মোহনবাগানের হয়ে নির্বাচনে কোনও প্রার্থী ইস্তাহার প্রকাশ করছে। এদিন আনুষ্ঠানিকভাবে ইস্তাহার সামনে এনেই নতুন মোহনবাগান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সৃঞ্জয়ের 14 দফা প্রতিশ্রুতি

এদিন সর্বসমক্ষে দাঁড়িয়ে মোহনবাগানের সচিব পদে ফেরার আগে সবুজ মেরুন জনতার কাছে 14টি কঠিন প্রতিশ্রুতি রেখেছেন সৃঞ্জয়। মোহনবাগান পাগল সৃঞ্জয় বলেন, ক্লাবে খোলামেলা পরিবেশ গড়ে তুলতে চাই। এই মুহূর্তে পরিকাঠামোর উন্নতি করাই তাঁর লক্ষ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও, সদস্য গ্যালারি, কাফেটেরিয়ার উন্নতি হবে বলেই আশ্বাস দেন তিনি। সেই সাথেই মোহনবাগান ক্লাবে যাঁরা দীর্ঘদিন ধরে রয়েছে অর্থাৎ প্রবীণ সদস্য এবং 50 বছর ধরে সদস্যপদ রয়েছেন তাঁদের বার্ষিক চাঁদা মুকুব করার চেষ্টা করা হবে বলেই জানান সৃঞ্জয়।

অন্যান্য প্রতিশ্রুতি হিসেবে সৃঞ্জয় বসু বলেন, ক্লাবের কোনও সদস্য মারা গেলে তাঁর পরিবারের কাউকে সেই সদস্যপদ দেওয়া হবে। এছাড়ও মোহনবাগান সমর্থকরা যাতে সদস্যপদের টিকিট সহজে পেতে পারেন সেই বিষয়ে নজর রাখবে ক্লাব।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে ভারতের কড়া অ্যাকশনে কাঁপছে চিন! ড্রাগনের যত ভয় এই এক বিষয়ে

বর্তমানে ক্লাব সেনার নিয়ন্ত্রণে থাকায় নতুন ক্যাম্পাস খোঁজার চেষ্টা চলবে, ক্লাবকে বিপণনযোগ্য করে তোলা হবে। এগুলি ছাড়াও টেনিস কার্নিভাল নতুন ধাঁচে শুরু করা, ক্লাবের লয়্যালটি প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বৃদ্ধি, প্রাক্তনীদের অংশগ্রহণ ও মহিলা প্রতিনিধিদের আরও বেশি করে ক্লাবে যোগ করানোর চেষ্টা হবে বলেই প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন সৃঞ্জয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group