কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারেন সঞ্জু স্যামসন!

Published on:

Sanju Samson may the captain of Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও ঢের দেরি। তবে মূল আসর শুরু না হলেও নিলাম পর্বের আগে খেলোয়াড়দের নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে দলগুলি। বর্তমানে প্রাথমিক ট্রান্সফারের খবরে বারংবার উঠে আসছে বেশ কয়েকজন দক্ষ ক্রিকেটারের নাম। তবে তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামটি সঞ্জু স্যামসন। শোনা যাচ্ছে, আসন্ন IPL মরসুমে এই ভারতীয় তারকাকে কিনতে ঝাঁপিয়ে পড়বে বেশ কয়েকটি দল। যদিও ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিয়ে রাখছে ফ্রাঞ্চাইজিগুলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে প্রকাশ্যে আসা কয়েকটি রিপোর্ট বলছে, IPL 2026 নিলামে সঞ্জু স্যামসনকে কিনতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ওই রিপোর্ট দাবি করছে, বিশেষ কিছু কারণকে সামনে রেখে দলের স্বার্থের কথা ভেবেই এই দক্ষিণী ক্রিকেটারকে দলে নিতে চাইবে KKR।

কেন সঞ্জু স্যামসনকে দলে নিতে ঝাঁপাবে KKR?

ওই রিপোর্ট বলছে, ভারতীয় তারকা সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার বেশ কয়েকটি শক্তপোক্ত কারণ রয়েছে কলকাতার কাছে। কী সেগুলি? বলা হচ্ছে, প্রথমত সঞ্জুর মতো একজন ক্রিকেটারকে দলে নিয়ে নিজেদের ব্যাটিং অর্ডারকে শক্ত করতে চাইবেন অনেকেই। হয়তো সেই সূত্র ধরেই তাঁকে দলে নিতে ঝাঁপাবে কলকাতাও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: কবে EPF অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা! লক্ষ্যমাত্রা বেঁধে জানিয়ে দিল শ্রমমন্ত্রক

তবে ওই রিপোর্ট এও দাবি করছে, কলকাতা নাইট রাইডার্স যদি শেষ পর্যন্ত IPL 2026 সিজনের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে বাজেটের একটা বড় অংশ খুলে যাবে কলকাতার। আর ওই অর্থের মধ্যে থেকেই ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জুকে দলে নিতে পারবে শাহরুখের ম্যানেজমেন্ট। ওয়াকিবহাল মহলের দাবি, প্রথমত সঞ্জু স্যামসনের দলের হয়ে দলের হয়ে রান করার দক্ষতা রয়েছে। দ্বিতীয়ত এক দামে উইকেট কিপারের ভূমিকাতেও খেলানো যাবে তাঁকে।

সব থেকে বড় কথা, আগামী সিজনে রাহানেকে যদি অধিনায়কের আসন থেকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সঞ্জু কিন্তু নাইটদের অধিনায়ক হিসেবে ভাল বিকল্প হতে পারে। কেননা, ইতিমধ্যেই অনেকেই বলেছেন, KKR-র পরবর্তী অধিনায়ক সঞ্জু বলে মন্দ হয় না! তাছাড়াও শাহরুখের দল দীর্ঘদিন ধরে টপ এবং মিল অর্ডারে ধারাবাহিকতা খুঁজছে। সেক্ষেত্রে সঞ্জুকে দলে নিল আখেরে লাভ হবে তিনবারের চ্যাম্পিয়নদেরই। মূলত সেই সব কারণকে মাথায় রেখেই হয়তো আসন্ন মরসুমে কেরালার এই ক্রিকেটারকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে নাইটদের ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group