প্রীতম সাঁতরাঃ ঘরোয়া ক্রিকেটে আরও একটা সেঞ্চুরি করলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এই সেঞ্চুরির সুবাদে কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড ছুঁলেন তিনি।
সরফরাজের লক্ষ্য ইরানি কাপ
শুরু হয়েছে এবারের ইরানি কাপ (Irani Cup)। মুখোমুখি রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই (Mumbai) ও অবশিষ্ট ভারত (Rest of India) ক্রিকেট দল। সরফরাজ খান খেলছেন মুম্বইয়ের হয়ে। মুম্বই দলের হয়ে জিতেছেন রঞ্জি ট্রফি। এবার তাঁর লক্ষ্য ইরানি কাপ জয়।
হিট রাহানে-সরফরাজ জুটি
প্রথম দিন ইনিংসের শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল মুম্বই। পৃথ্বী শ, আয়ুষ মাত্রে, হার্দিক তোমারে উইকেট হারান যথাক্রমে ৪, ১৯ ও ০ রানে। এখান থেকে দলের হাল ধরেন মুম্বই দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার। শ্রেয়স ৫৭ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন সরফরাজ খান। রাহানে-সরফরাজ জুটির বিরুদ্ধে বেসামাল হতে শুরু করে মুকেশ কুমার, যশ দয়ালদের অবশিষ্ট ভারত দল।
সচিন, রাহুলের রেকর্ডের সমকক্ষ
রাহানে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ২৩৪ বল খেলে ৯৭ রানে আউট হন তিনি। ক্রিজে টিকে থাকেন সরফরাজ। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে করেন সেঞ্চুরি। ইরানি কাপে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ইরানি কাপে দ্বিতীয় শতরান করার সঙ্গে সঙ্গে সচিন, রাহুলের রেকর্ডের সমকক্ষ হয়ে যান সরফরাজ। প্রাক্তন এই দুই ক্রিকেটারেরও ইরানি কাপে রয়েছে জোড়া শতরান।
১৬৬ রানে অপরাজিত
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ব্যক্তিগত ১৫০ রান অতিক্রম করেছেন সরফরাজ খান। ২২৩ বল খেলে ১৬৬ রানে অপরাজিত রয়েছেন। মুম্বই দলের স্কোর ৪২১/৬।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |