রান পেলেন বিরাট, জাত চেনাচ্ছেন সরফরাজ, এবার পাল্টা চাপে নিউজিল্যান্ড

Published on:

sarfaraz khan vs new zealand

প্রীতম সাঁতরা, ব্যাঙ্গালুরুঃ পাল্টা মার দিতে শুরু করেছে ভারত (IND vs NZ)। প্রথম ইনিংসের জবাব দিতে শুরু করেছে টিম ইন্ডিয়া। চার নম্বরে ব্যাট করতে নেমে নিজের জাত চেনাচ্ছেন সরফরাজ খান (Sarfaraz Khan)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জবাব দিচ্ছে ভারত

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। একের পর এক মাইল ফলক অতিক্রম করার পর পৌঁছেছেন জাতীয় দলে। সেই সরফরাজ কোনও রান না করে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাদের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং ইউনিট। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন সরফরাজ।

উইকেটে রয়েছেন সরফরাজ

প্রথম ইনিংসের পর বেঙ্গালুরুর পিচ এখন অনেকটা ব্যাটিং সহায়ক। আবহাওয়া ব্যাট করার উপযুক্ত। প্রথম ইনিংসে ভারত আউট হয়েছিল ৪৬ রানে, নিউজিল্যান্ড করেছিল ৪০২ রান। তৃতীয় দিনের খেলা শেষে ভারত আপাতত ১২৫ রানে এগিয়ে। উইকেটে রয়েছেন সরফরাজ। ৭৮ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট খেলছেন ওডিআই ক্রিকেটের ঢঙে। প্রথাগত শটের বাইরে গিয়েও চালিয়েছেন ব্যাট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছুঁতে চাইবেন শতরান

ব্যক্তিগত কেরিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন সরফরাজ। মাত্র ৪২ বলে করেছেন পঞ্চাশ। সরফরাজের এই ব্যাটিং মেজাজ দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিস্মিত, হয়তো নিউজিল্যান্ডের বোলাররাও। সাতটি চার ও তিনটি ছয় মেরেছেন ইতিমধ্যে। আগামীকাল ছুঁতে চাইবেন শতরানের ল্যান্ডমার্ক।

লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা এখনও রয়েছেন

সরফরাজকে যোগ্য সঙ্গত দিয়েছেন বিরাট কোহলি। তিন নম্বরে নেমে ৭০ রানের ইনিংস খেলেছেন। আউট হলেন তৃতীয় দিনের শেষ বলে। বিরাট ও সরফরাজের আগে অধিনায়ক রোহিত শর্মা করেন ৬৩ বলে ৫২ রান, যশস্বী জয়সওয়ালের নামের পাশে ৩৫ রানের ইনিংস। লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা এখনও রয়েছেন। এভাবে চলতে থাকলে নিউজিল্যান্ডের সামনে বড় টার্গেট দিতে পারবে টিম ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group