বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনির ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারেনি পাঞ্জাব কিংস। তবে ঘরের মাঠ ইডেনে পথের কাঁটা হয়েছে বৃষ্টি। হিসেবের খাতিরে, গতকাল ম্যাচ হারেনি KKR। তবে বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাওয়ায় প্লে অফে ওঠার রাস্তা আরও জটিল হল অজিঙ্কা রাহানেদের। পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ইনিংস ভেস্তে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। সিংহভাগেরই জিজ্ঞাস্য, কতটা ক্ষতি হবে নাইটদের?
প্লে অফের সমীকরণ আরও কঠিন হল KKR-র
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের সেরাটা দিতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। এই দলই নাকি গতবার IPL কাপ জিতেছে। কিন্তু IPL 2025 মরসুমের অবস্থা দেখে তা বোঝার উপায় নেই কারোরই। শনিবার বৃষ্টি বাগড়া দেওয়ায় বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 7 নম্বর রয়েছে KKR। 9 ম্যাচের 3টিতে জিতে একেবারে করুণ দশা নাইটদের।
আর এখানেই প্রশ্ন উঠছে, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় কতটা প্রভাব পড়বে KKR-এ? সেক্ষেত্রে বলে রাখি, বর্তমানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের পর খাতায়-কলমে প্লে অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রয়েছে রাহানেদের। তবে সূত্র বলছে, প্লে অফের কঠিন অঙ্ক সহজ করতে এখন অন্য দলের ওপর ভরসা করতে হবে KKR-কে। সেই সূত্রে, সবার প্রথমে নিজেদের বাকি ম্যাচগুলোতে জিততেই হবে রিঙ্কু সিংদের।
অবশ্যই পড়ুন: ৬০০ বিলিয়ন ডলার …! ভারতের বিরোধিতা করতে গিয়ে ভুল তথ্য দিয়ে হাসির খোরাক শেহবাজ
প্রসঙ্গত, শনিবাসরীয় ম্যাচে বৃষ্টি কাঁটা হওয়ার আগে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট খুইয়ে 202 রানের বড় লক্ষ্য বাঁধে পাঞ্জাব কিংস। তবে জবাবে মাত্র এক ওভারে 7 রান করে সাজঘরে ফিরতে হয় KKR ব্যাটারদের। মুষলধারে বৃষ্টি নামার কারণে নাইটদের ইনিংস বাতিল হয়ে যায়। ফলত, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় 1 পয়েন্ট যোগে 11 সংখ্যা নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে প্রীতির পাঞ্জাব।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |