বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ IPL-কে টেক্কা দিতে এবার 4,500 কোটি খরচ করে নয়া টি-টোয়েন্টি লিগ শুরু করতে চলেছে সৌদি আরব (Saudi Arabia)। বিশ্বের টি-টোয়েন্টি লিগ ক্রিকেটের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর সেই আধিপত্যে ভাগ বসাতে বিরাট বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব।
IPL-কে টেক্কা দিতে নতুন লিগ আনছে এই সংস্থা?
বেশ কিছু সুত্র মারফত খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার দখল করতে সৌদি আরবের অন্যতম সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস নয়া লিগে মোটা অঙ্ক বিনিয়োগ করতে চলেছে। সূত্রের খবর, মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থার প্রাক্তন সদস্য নিল ম্যাক্সওয়েলের বুদ্ধিতেই এই নয়া লিগ শুরু হতে চলেছে। জানা যায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থা প্রথম এই লিগের প্রস্তাব দেয়।
রিপোর্ট বলছে, মূলত দুটি উদ্দেশ্য নিয়েই এই লিগ তৈরির কথা ভাবা হয়েছিল। জানা যায়, মূলত টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলিকে আর্থিকভাবে চাঙ্গা করে তুলতে এই লিগ শুরু করা হবে। এবার সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছে সৌদি আরব। বিশ্বের বহু তাবড় তাবড় ক্রিকেটাররা যে IPL-এ খেলার জন্য নিজের দেশের ম্যাচ ছেড়ে আসেন সেই লিগকে কার্যত টেক্কা দিতে 4,500 কোটির লিগ আনা হচ্ছে বলেই খবর।
কবে নাগাদ শুরু হবে এই লিগ?
বেশ কয়েকটি সূত্র বলছে, ঠিক কবে নাগাদ এই নয়া লিগ শুরু হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে জানা গিয়েছে, বছরে মূলত চারটি সময় 4 আলাদা আলাদা দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বছরে কমপক্ষে 4 বার আয়োজিত হবে এই প্রতিযোগিতা।
ফলত, বলাই যায় IPL-এর সাথে এই লিগের কোনও মিল নেই। সূত্র বলছে, সৌদি আরবের লিগে বিভিন্ন দেশের দলগুলি অংশগ্রহণ করতে পারবে। জানা যাচ্ছে, পুরুষদের পাশাপাশি মহিলাদেরও প্রতিযোগিতা আয়োজন করবে এই লিগের উদ্যোক্তারা। তবে সব মরসুমের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবে।
ICC সিদ্ধান্ত জানালেই শুরু হবে পথ চলা…
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, 4,500 কোটি টাকা খরচ করে নতুন লিগের যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছেন উদ্যোক্তারা। বিনিয়োগকারী সংস্থাও তাতে মদত দিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তথা ICC-র কাছ থেকে চূড়ান্ত অনুমতি পাওয়া যায়নি। ICC চেয়ারম্যান জয় শাহর চূড়ান্ত অনুমতির পরই যাত্রা শুরু হতে পারে এই লিগের।
IPL-এর তুলনায় এই লিগের বিনিয়োগ অনেক কম
বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ IPL-এর বর্তমান ব্র্যান্ড মূল্য 28 হাজার কোটি টাকা। সেই তুলনায় সৌদি আরবের এই নয়া লিগের পেছনে খরচ হচ্ছে মাত্র 4,500 কোটি টাকা। কাজেই বলাই যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থেকে এই লিগের বিনিয়োগ অনেকটাই কম।
অবশ্যই পড়ুন: খেলোয়াড়দের স্ত্রী নিয়ে BCCI-র নির্দেশকে চ্যালেঞ্জ কোহলির! জানালেন পরিবারের আসল মর্ম
উল্লেখ্য, IPL-এর রমরমা বাজারের মাঝে সৌদি আরবের এই নতুন লিগ শুরুর ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি মিলবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একই সাথে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফেও এই নয়া লিগকে সমর্থন করা হবে কিনা তা নিয়েও সংশয়ের জাল যথেষ্ট চওড়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |