বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ নিয়ে কাটতে চলেছে জট। ফের একই গ্রুপে থাকবে ভারত, পাকিস্তান! সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঢাকার বৈঠকে এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে। সেই সাথেই এও জানা গিয়েছে, দীর্ঘ সংঘাত কাটিয়ে ভারত এবং পাকিস্তান ফের নাকি একই গ্রুপে থাকবে।
শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই নাকি ঠিক হয়েছে এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। যদিও এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ভার্চুয়ালি ঢাকার বৈঠকে অংশ নিতেই মিটেছে সমস্যা।
এশিয়া কাপ আয়োজনে রাজি হয়েছে BCCI?
ACC-র 25 সদস্যের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শুক্লা অংশ নেওয়ার পরই নাকি ঠিক হয় এশিয়া কাপ গড়াবে সংযুক্ত আরব আমিরশাহীতে। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সাথে, ভারত এবং পাকিস্তান উভয় দলের একই গ্রুপে থাকাও নাকি একপ্রকার চূড়ান্ত হওয়ার পথে!
আদৌ এশিয়া কাপে এক গ্রুপে থাকবে ভারত, পাকিস্তান?
পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান বিমুখ হয়েছেন দেশবাসী। দুই দেশের মধ্যে সম্পর্কের স্বাস্থ্য যেটুকু ঠিক ছিল জঙ্গি হামলার পর তা একেবারে ধুলোয় মিশেছে। সেই রেশ গিয়ে পড়েছে ক্রিকেটীয় সম্পর্কেও। সম্প্রতি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের ম্যাচ বয়কট করেছেন ভারতীয় কিংবদন্তিরা। শিখর ধাওয়ান থেকে শুরু করে হরভজন সিং, যুবরাজ সিংদের সিদ্ধান্তে গড়ায়নি ভারত বনাম পাকিস্তানের লেজেন্ডস ম্যাচ।
এমতাবস্থায়, এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের একই গ্রুপে থাকার জল্পনাকে খুব বোকা বোকা সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেকেই! যদিও এ প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সূত্র যা বলছে, এশিয়া কাপে হয়তো একই গ্রুপে থাকতে হতে পারে ভারত এবং পাকিস্তানকে। তবে শেষ পর্যন্ত যদি সেটা হয়, সেক্ষেত্রে বিতর্ক যে মাথাচাড়া দেবে সে কথা বলাই যায়!
As an Indian fan, are you happy with this decision if it’s true? #INDvPAK #AsiaCup #CricketTwitter pic.twitter.com/kYeiQ6J0J1
— InsideSport (@InsideSportIND) July 24, 2025
অবশ্যই পড়ুন: ডার্বিতে জেতাই লক্ষ্য! মোহনবাগানের বিরুদ্ধে নাম লেখালেন ইস্টবেঙ্গলের ৬ সিনিয়র ফুটবলার
কবে গড়াবে এশিয়া কাপ?
এশিয়া কাপের সূচি এখনও তৈরি হয়নি। তবে অনুমান করা হচ্ছে, হয়তো 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলতে পারে 21 সেপ্টেম্বর পর্যন্ত। আপাতত সূত্রের যা খবর, ভারত, পাকিস্তান ছাড়াও এই আসরে অংশ নেবে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হংকং। সূত্রের দাবি, এশিয়া কাপের সমস্ত ম্যাচ আয়োজিত হতে পারে দুবাই এবং আবুধাবিতে।
তবে এ প্রসঙ্গে এখনও কোনও মত দেয়নি BCCI। এশিয়া কাপ সংক্রান্ত সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত সহ-সভাপতি রাজিব শুক্লাই নেবেন সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। তাঁর দাবি, এইসব জল্পনায় বিশ্বাস করিনা। বৈঠকে যেহেতু রাজীব জি অংশ নিয়েছেন তাই এশিয়া কাপ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |