বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার ছিল ভারতের স্বপ্নপূরণের দিন। দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ভারতের সেই সাফল্যের রাস্তায় লাল গালিচা পেতে দিয়েছিলেন উইমেন ইন ব্লুর গুরুত্বপূর্ণ সদস্য শেফালি বর্মা। এদিন, ব্যাটে বলে একেবারে বোমা ফাটিয়েছিলেন ভারতের এই লড়াকু নারী। প্রথমবারের মতো ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের সাথে সাথেই ফাইনালের মঞ্চে শেফালির অবদানও লেখা থাকবে স্বর্ণাক্ষরে। এই মুহূর্তে বিশ্ব মহলে প্রশংসিত এই ভারতীয় মহিলা ক্রিকেটারকে নিয়ে বেড়েছে চর্চা। অনেকেই জানতে চাইছেন, এই মুহূর্তে কত টাকার মালিক শেফালি (Shafali Verma Net Worth)?
ভারতের হয়ে বিশ্বকাপ ফাইনালে শেফালির অবদান
গত পরশুদিন, মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে 299 রানের বড় লক্ষ্য দিয়েছিল ভারতীয় দল। সেই আসরে টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শেফালি। এদিন তাঁর ব্যাট থেকে এসেছিল 87 রানের বিরাট ইনিংস। 78 বলে 7টি চার এবং 2টি ছয় মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন তিনি। তবে এখানেই শেষ নয়, ভারতীয় মহিলা তারকা ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি বল হাতেও দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। রবিবার, 7 ওভার বল করে 36 রান দিয়ে দক্ষিণ আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ উইকেট ভেঙেছিলেন শেফালি। তাঁর সেই অনবদ্য পারফরমেন্স আজ প্রশংসা পাচ্ছে বিশ্ব দরবারে।
কত কোটি টাকার মালিক শেফালি বর্মা?
এই মুহূর্তে ভারতীয় মহিলা তারকা শেফালির বয়স 21 বছর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পদার্পণ করেছিলেন মাত্র 16 তেই। 2019 সালে প্রথমবারের জন্য টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন বর্মা। কাকতালীয়ভাবে সেই টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই থেকে দীর্ঘ 6 বছর কম-বেশি 127টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শেফালি। তাতে আয়ও হয়েছে বেশ।
শেফালি বর্মার মোট সম্পত্তির পরিমাণ
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মার মোট সম্পদের পরিমাণ 15 থেকে 20 কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয়, নিজের সফল ক্রিকেট কেরিয়ারে বোর্ড থেকে আয় ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সাথে যুক্ত থেকে ভাল পরিমাণ অর্থ ঘরে তুলেছেন শেফালি। ভারতীয় মহিলা ক্রিকেটারের আয়ের প্রসঙ্গে কথা বলতে হলে, তাঁর রোজগারের প্রধান উৎস কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট। সেই সূত্রে টিম ইন্ডিয়ার জন্য একটি টেস্ট ম্যাচ খেললে 15 লাখ, ওয়ানডে খেললে 6 লাখ এবং প্রতি টি-টোয়েন্টির জন্য 3 লাখ টাকা করে পান ভারতের মেয়েরা। সেই সমপরিমাণ অর্থ পাচ্ছেন শেফালিও।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের থেকে বিদ্যুতের বকেয়া টাকা পেতে আন্তর্জাতিক সালিশের সিদ্ধান্ত আদানির
বলাই বাহুল্য, প্রতি ম্যাচ অনুযায়ী রোজগার ছাড়াও টিম ইন্ডিয়ার হয়ে খেলার জন্য প্রতিবছর বিভিন্ন উৎস থেকে লক্ষাধিক টাকা আয় করেন বর্মা। এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে 30 লাখ টাকা পান শেফালি। এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে একটু দূরে সরিয়ে রেখে যদি লিগ ক্রিকেটে আসা যায় সেক্ষেত্রে, উইমেন প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস দলের অংশ রয়েছেন ভারতীয় নারী ক্রিকেটার। সেই সূত্রে তাঁর বার্ষিক আয় 2 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিজ্ঞাপন থেকেও লক্ষাধিক টাকা উপার্জন করেন শেফালি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নারী বিশ্বকাপ জেতার কারণে ভারতীয় দল BCCI এবং ICC র তরফে 90 কোটি টাকা পাবে। সেই বিপুল অর্থ থেকে কম করে 2-3 কোটি যুক্ত হবে বর্মার মোট সম্পদে।












