IPL শুরু আগেই ঝটকা খেলেন KKR-র মালিক শাহরুখ খান

Published on:

Shah Rukh Khan loses out to Chelsea owner

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেলসির মালিক টড বোয়েলির কাছে হারতে হলো বলিউড বাদশা তথা কলকাতা নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খানকে (Shah Rukh Khan)। গোটা ঘটনার নেপথ্যে ইংল্যান্ডের দ্য হানড্রেড ক্রিকেট লিগ। হ্যাঁ, বর্তমানে ইংল্যান্ডের এই লিগে দল কেনা নিয়ে লড়তে হচ্ছে IPL টিমগুলির মালিকদের। সেই তালিকায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে মুম্বই, লখনউ থেকে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকের। একই লিগে দল কেনার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স কর্তা শাহরুখেরও। তবে সেই স্বপ্ন অধরা থেকে গেল বাদশার। চেলসির মালিক টড বোয়ালির সামনে মাথা ঝোঁকালেন কিং খান!

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

দল কেনার লড়াইয়ে পরাজিত বাদশাহ

ইংল্যান্ডের জনপ্রিয় লিগ দ্য হানড্রেড-এর অন্যতম ক্লাব ট্রেন্ট রকেট্স কেনার কথা ছিল KKR কর্তা শাহরুখের। তবে কিং খানকে দল কেনার দৌড়ে, মাত দিয়েছেন বোয়েলি এবং চেলসির বর্তমান ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেন।

সূত্রের খবর, এই দুই ব্যক্তির যৌথ উদ্যোগে তৈরি রিয়াল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল ট্রেন্ট রকেটস ক্লাবের 49 শতাংশ শেয়ার কিনে নিয়েছে। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, শাহরুখের পথের কাঁটা হয়ে প্রায় 420 কোটি টাকা দিয়ে এই রকেটস দলটি নিজের করেছেন বোয়েলি।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

শাহরুখের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এক ভারতীয়

এখনও পর্যন্ত যা খবর, রকেটস কেনার দৌড়ে কিং খানের সাথে পা মিলিয়েছিলেন ভারতের আরেক বিনিয়োগকারী অমিত জৈন। জানা যায়, অমিতকে ইংল্যান্ড লিগে দল কেনার জন্য সাহায্য করছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। তবে শাহরুখের মতো ইংলিশ লিগে দল কিনতে গিয়ে ব্যর্থ হয়েছেন তিনিও।

বিভিন্ন লিগে শাহরুখের কেনা দল

একাধিক রিপোর্ট মারফত খবর, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সংস্থার মালিক শাহরুখ খানের দল রয়েছে বিভিন্ন লিগে। IPL-এ KKR ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, আমিরশাহী লিগে আবুধাবি নাইট রাইডার্স দল রয়েছে শাহরুখের সংস্থা রেড চিলিজের। বলে রাখি, কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে শাহরুখ একা নন দলের শেয়ার রয়েছে ব্যবসায়ী জয় মেহতা এবং জুহি চাওলারও।

আরও পড়ুন: মাসিক আয় ৩৫ লাখ, ইউটিউব ছাড়াও রয়েছে ৬ ধরণের ব্যবসা! রণবীরের মোট সম্পত্তি কত?

দ্য হানড্রেড লিগে IPL মালিকদের কেন দল

ইংল্যান্ডের জনপ্রিয় লিগ ক্রিকেট দ্য হানড্রেড লিগে দল কেনার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কর্তা ব্যর্থ হলেও ইতিমধ্যেই দল কিনে ফেলেছে মুম্বই, লখনউ ও হায়দরাবাদের মালিকরা। সূত্র বলছে, ইংলিশ লিগে মুম্বই কিনেছে ওভাল ইনভিন্সিবলস, লখনউ কিনেছে ম্যানচেস্টার অরিজিনালস এবং হায়দরাবাদের ঝুলিতে এসেছে নর্দান সুপারচার্জার্স ক্লাব। আসন্ন দ্য হানড্রেড লিগে দলগুলিকে জিতিয়ে লাভের অঙ্ক ঘরে তুলতে চাইবেন বিনিয়োগকারীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group