বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে ভরপুর আত্মবিশ্বাস নিয়েই যাত্রা শুরু করেছিল বলিউড স্টার শাহরুখ খানের (Shah Rukh Khan ) দল কলকাতা নাইট রাইডার্স। মূলত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই IPL 2025 মরসুমেও ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিল KKR। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি নাইটদে। IPL 2025 সিজনে জয়ের পথে প্রত্যেক পদে পদে নিজেদের ভুলেই ধাক্কা খেয়েছে KKR।
তবে সবচেয়ে বড় ভুলটা ছিল IPL 2024 সিজনের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। তার বদলে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে দায়িত্ব দিয়েই হাফ ছেড়ে বাঁচতে চেয়েছিল নাইট ম্যানেজমেন্ট। কিন্তু তাতে শেষ পর্যন্ত ডুবতে হল শাহরুখের দলকে। এহেন আবহে, শোনা যাচ্ছে বড় খবর।
খোঁজ নিয়ে জানা গেল, আগামী মরসুমের আগেই বদলে যাবে গোটা KKR। তবে সেই পরিবর্তনের প্রাক্কালে ঘটে গেল বড় ঘটনা। জানা যাচ্ছে, IPL 2026 সিজনের বহু আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল শাহরুখ খানের দল।
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শাহরুখের দল
আগামী 13 জুন থেকেই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। আর এই টুর্নামেন্টের তৃতীয় মরসুম শুরুর আগেই একাধিক দল তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। এবার সেই তালিকায় ঢুকে পড়ল বলিউড স্টার কিং খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। জানা যাচ্ছে, মেজর লিগে আসর জমানোর আগেই ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে অধিনায়ক করেছে শাহরুখের দল।
তবে সূত্রের খবর, লিগের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক হোল্ডার। কিন্তু কেন? আপাতত যা খবর, ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। আর সেই কারণেই শাহরুখের দলে সতীর্থ হোল্ডারের দায়িত্ব সামলাবেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন।
হোল্ডারকে অধিনায়ক করার কারণ
জানিয়ে রাখি, মূলত নিজের ক্রিকেটীয় দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, নতুন নতুন কৌশল, ভারসাম্য ও গভীরতা নিয়েই নাইট রাইডার্স দলে খেলবেন হোল্ডার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ককে সেনাপতির দায়িত্ব দেওয়ার নেপথ্যে রয়েছে খেলোয়াড়ের দীর্ঘ অভিজ্ঞতা ও আক্রমনাত্মক কৌশল। তাছাড়াও যথেষ্ট বিচক্ষণতার সাথে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে হোল্ডারের।
অবশ্যই পড়ুন: হংকংয়ের হাতে বধ হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে! কোন অঙ্কে এশিয়ান কাপে খেলবে ভারত?
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের স্কোয়াড
জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল নারিন, অ্যালেক্স হেলস, সাঈদ বদর, নীতীশ কুমার, রোভম্যান পাওয়েল, উনমুক্ত চাঁদ, আন্দ্রে ফ্লেচার, শেরফেন রাদারফোর্ড, আদিতিয়া গণেশ, কর্ন ড্রাই, এনরিখ নরকিয়া, আলি খান, তানভীর সংঘ, আন্দ্রে রাসেল, শ্যাডলি ভ্যান শ্যাল্কউইক, কার্থ ট্র্যাম্প।