ওয়ানডের অধিনায়কত্ব হারালেন রিজওয়ান, পাকিস্তানের নতুন একদিনের অধিনায়ক আফ্রিদি

Published:

Shaheen Afridi is Pakistan New ODI Captain
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর বছর অধিনায়ক, কোচ, প্লেয়ার এবং সাপোর্টিং স্টাফে বদল আনে পাকিস্তান। এবারেও সেই নিয়মের অন্যথা হল না। PTI সূত্রে খবর, বহু আগেই ODI দলে বড়সড় বদল আনার পরিকল্পনা নিয়ে ফেলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই মতোই এবার প্রকাশ্যে এলো সিদ্ধান্ত। জানা যাচ্ছে, একদিনের পাকিস্তান দলের অধিনায়কত্ব হারিয়েছেন মহম্মদ রিজওয়ান। মূলত একটানা খারাপ পারফরমেন্সের কারণে তাঁকে অধিনায়কের পদ থেকে সরালো PCB। শোনা যাচ্ছে, এই সংস্করণে আপাতত পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি (Pakistan New ODI Captain)।

এই সিরিজ থেকেই দায়িত্ব পাবেন শাহিন

রিপোর্ট অনুযায়ী, মহম্মদ রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসেন PCB প্রধান মহসিন নকভিকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে, রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর আগে একটি বৈঠকের অনুরোধ করেন প্রধান কোচ মাইক। শোনা যাচ্ছে, সেই অনুরোধে সাড়া দিয়েই পাকিস্তানের তারকা ক্রিকেটারকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

News 24 এর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন নভেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। শোনা যাচ্ছে, সেই আসরেই অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে দায়িত্ব শুরু হবে শাহিন শাহ আফ্রিদির। সে জন্য যাবতীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সবচেয়ে মজার বিষয়, তিন সংস্করণে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আলাদা আলাদা। ওয়ানডেতে অধিনায়ক শাহিন, টি-টোয়েন্টিতে সলমান আলি আঘা ও টেস্টে শান মাসুদ।

অবশ্যই পড়ুন: ‘এত খারাপ লোক দেখিনি, ইস্টবেঙ্গলটাকে ধ্বংস করছে!’ অস্কারকে নিয়ে বিস্ফোরক সন্দীপ

উল্লেখ্য, 2024 সালের অক্টোবর মাসে বাবর আজমের পর পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হন মহম্মদ রিজওয়ান। এরপর থেকে শুরু শুরুতে বেশ সাফল্য পায় পাকিস্তান ক্রিকেট দল। সে বছর প্রথমেই তারা হারায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে। তবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হারালেও চলতি বছরের শুরু থেকেই ক্রমশ নিজেদের ফর্ম খোয়াতে থাকেন রিজওয়ানরা। একটা সময়ে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল দলের কাছেও ওয়ানডে সিরিজ হেরে যায় তারা। বলা বাহুল্য, গত মার্চ মাসে রিজওয়ানকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল PCB। এবার সরানো হল ওয়ানডে থেকেও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join