IPL-র ইতিহাসে অনেক কিছুই এবার প্রথমবারের জন্য ঘটছে। তবে রবিবারের রাত্রে অবাক ঘটনা ঘটে গিয়েছে। এর আগে ২৬১ রান করেও পাঞ্জাবের কাছে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে কিছুটা হলেও আঘাত এসেছে টিম কলকাতার ওপর। তবে কি টিমের মনোবল ভেঙে গিয়েছে? রবিবার রাতে হঠাৎ ইডেনে হাজির শাহরুখ খান। KKR-র অনুশীলনে এই প্রথম এলেন কিং খান।
সোমবার ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের সাথে। ঘরের মাঠে অর্থাৎ ইডেনে খেলা হবে এবার। এর আগে প্রথম পর্বে কলকাতা মোট ২৭২ রানের টার্গেট ছুঁড়ে দেয় দিল্লির বিরুদ্ধে। তবে এবার দিল্লির দলে বেশ পরিবর্তন এসেছে। শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়িয়েছে ঋষভ পন্থের দল। শেষ ৫টির মধ্যে জিতেছে ৪টি ম্যাচ।
সৌরভ গাঙ্গুলির দলের বিরুদ্ধে খেলবে কলকাতা
এদিকে দিল্লির দলে থাকছেন সৌরভ গাঙ্গুলি। ঘরের মাঠে খেলা হওয়ার দৌলতে লাইমলাইট কেড়ে নিতে চলেছেন তিনি। তাই সোমবারের ম্যাচ কলকাতার জন্য প্রেস্টিজ ফাইট। তারইমধ্যে হঠাৎ কলকাতার অনুশীলনে হাজির শাহরুখ। ছেলে আব্রামকে সাথে নিয়ে সাদা পোশাক পরে মাঠে প্রবেশ করেন বলি বাদশাহ। স্বাভাবিক ভাবেই তাকে দেখে উত্তেজনা বেশ খানিকটা বেড়ে যায়।
KKR-র অনুশীলনে শাহরুখ খান
এরপর বেশ অনেকটা সময় কাটান ক্রিকেটারদের সাথে। তাদের সাথে গল্প করেন, ছেলের সাথে ক্রিকেটও খেলেন তিনি। কিন্তু শাহরুখের আসা নিয়ে আলোচনার শেষ নেই। অনেকের মতে দিল্লির সাথে ম্যাচের আগে দলের খারাপ সময়ে পাশে দাঁড়ানোর জন্যই আসেন কিং খান। এখন দেখার ঘরের মাঠে নাইটরা তাদের কাংখিত জয় পায় কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |