অবসর ঘোষণা, ক্রিকেটকে বিদায় জানালেন বিতর্কিত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান

Published on:

shakib shanto

দেবপ্রসাদ মুখার্জী: ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ টেস্ট সিরিজের মাঝেই বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করে দিলেন। একটি সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন নে, ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্ট তাঁর জীবনের শেষ শেষ টেস্ট হতে চলেছে। তবে, তিনি চান তার শেষ টেস্ট ম্যাচ মিরপুরে ঘরের মাঠে খেলতে। যদি সেই সুযোগ না হয়, তাহলে কানপুরে ভারতের বিরুদ্ধে এই টেস্টই হবে তার শেষ ম্যাচ। সাকিব বলেন, “বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, এবং আমি চাই আমার শেষ টেস্ট মিরপুরে খেলতে।” তবে তাঁর মনের এই ইচ্ছে পূরণ হবে কিনা, তা এখনো জানা যায়নি।

সাকিবের টেস্ট কেরিয়ার

সাকিব আল হাসানের টেস্ট অভিষেকও হয়েছিল ভারতের বিরুদ্ধেই। ২০০৭ সালের মে মাসে চট্টগ্রামে তাঁর টেস্ট যাত্রা শুরু হয়। দীর্ঘ কেরিয়ারে তিনি বাংলাদেশের হয়ে ৭০ টি টেস্ট খেলেছেন, যেখানে তিনি ৪৬০০ রান সংগ্রহ করেছেন। তার সংগ্রহে ৫ টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এই কারণে বাংলাদেশ টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থান পেয়েছেন সাকিব।

বাংলাদেশের সেরা টেস্ট বোলার সাকিব

বোলিংয়ের ক্ষেত্রে সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানীয় উইকেট সংগ্রাহক বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ২৪২ টি আন্তর্জাতিক উইকেট। এর পাশাপাশি, বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক পার করেছেন সাকিব। সাকিবের এই অলরাউন্ডিং পারফরম্যান্স তাঁকে বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টি-২০ ক্রিকেট থেকেও অবসর নিলেন সাকিব

শুধুমাত্র টেস্ট নয়, একইসঙ্গে টি-২০ ক্রিকেট থেকেও অবসর নিলেন সাকিব আল হাসান। এর আগে টি-২০ বিশ্বকাপের সময় তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। সেই মোতাবেক কানপুর টেস্ট শুরুর আগে এই একই সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে, তিনি আর টি-২০ ফরম্যাটে খেলবেন না। অর্থাৎ, এবার বাংলাদেশের জার্সি গায়ে সাকিবকে শুধুমাত্র একদিনের ক্রিকেটে দেখা যাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সাকিবের টি-২০ কেরিয়ার ও শেষ ম্যাচ

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২৯ টি টি-২০ ম্যাচে ২,৫৫১ রান করেছেন। টি-২০ কেরিয়ারে তাঁর স্ট্রাইক রেট ছিল ১২১.১৮। তবে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে বল হাতে তাঁর অবদান ছিল আরও গুরুত্বপূর্ণ। ১২৬ ইনিংসে তিনি ১৪৯ টি উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং ফিগার ছিল ৫/২০। সাকিবের শেষ টি-২০ ম্যাচটি ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। ২০২৩ সালের জুন মাসে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দেশের হয়ে এই শেষ ম্যাচটি খেলেছিলেন সাকিব7।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥