গায়ে জ্বর নিয়েও চড়া রোদে ব্যাট করলেন শার্দুল ঠাকুর, নিয়ে যেতে হল হাসপাতালে

Published on:

shardul thakur

প্রীতম সাঁতরাঃ বিআরএসএভিবি স্টেডিয়ামে চলছে অবশিষ্ট ভারত একাদশ বনাম মুম্বইয়ের (Mumbai vs Rest of India) ইরানি কাপের (Irani Cup) ম্যাচ। ম্যাচে চালকের আসনে মুম্বই। তাদের ইনিংস এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভাইরাল সংক্রমণের কারণে বুধবার মেদান্তে ভর্তি করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেরিতে নেমেছিলেন ব্যাট করতে

ম্যাচের প্রথম থেকেই শরীরিক অসুস্থতার কারণে সকস্যায় পড়েছিলেন শার্দুল ঠাকুর। দেরিতে নেমেছিলেন ব্যাট করতে। ইনিংস এগিয়ে যাওয়ার সাথে সাথে ঠাকুরের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং দিনের খেলা শেষ হওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্বরের সঙ্গে লড়াই করেও ঠাকুর ১০ নম্বরে ব্যাট করতে নেমে গরম ও আর্দ্র পরিবেশে ৫৯ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। লখনউয়ের প্রচণ্ড গরমে মাথায় তোয়ালে জড়িয়ে ব্যাট করতে দেখা গিয়েছিল তাঁকে।

ওষুধ খেয়ে ড্রেসিং রুমে ঘুমিয়েও পড়েছিলেন

দ্বিতীয় দিন মোহিত অবস্থি আউট হওয়ার পরে তাকে ব্যাট করতে পাঠানো হয়েছিল। ইনিংস এগিয়ে যাওয়ার সাথে সাথে ঠাকুরের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল। স্পোর্টসকিডায় একটি সূত্র জানিয়েছে, ‘প্রচণ্ড জ্বর ছিল। সে কারণে দেরিতে ব্যাট করতে নেমেছিলেন। দুর্বল বোধ করছিলেন এবং ওষুধ খেয়ে ড্রেসিং রুমে ঘুমিয়েও পড়েছিলেন। তবুও ব্যাট করতে চেয়েছিলেন। ম্যালেরিয়া ও ডেঙ্গুর রক্ত ​​পরীক্ষা করানো হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইরানি কাপের জন্য দুই দল:

রেস্ট অফ ইন্ডিয়া: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শান কিষাণ (উইকেটরক্ষক), মানব সুথার, সরাংশ জৈন, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুই, শাশ্বত রাওয়াত, খলিল আহমেদ, রাহুল চাহার।

মুম্বই: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, আয়ুষ মহাত্রে, মুশির খান, শ্রেয়াস আইয়ার, সিদ্ধেশ লাড, সূর্যাংশ শেজ, হার্দিক তামোরে (উইকেটরক্ষক), সিদ্ধান্ত আডধারাও (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুশ কোটিয়ান, হিমাংশু সিং, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, মহম্মদ জুনায়েদ খান, রয়স্টন ডায়াস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group