বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের IPL নিলামে তাঁকে দলে নেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। 2 কোটি টাকার বেস প্রাইস নিয়ে আশাহত হতে হয়েছিল ভারতীয় বোলারকে। তবে কথায় আছে, শেষ ভাল যার সব ভাল তার। মহসিন খান চোটের কারণে ছিটকে না গেলে, হয়তো এ মরসুমে আর খেলাই হতো তাঁর।
তবে তেমনটা হয়নি, চোটগ্রস্ত বোলিং বিভাগের দুঃসময় কাটাতে ভারতীয় বোলার শার্দুল ঠাকুরের (Shardul Thakur) শরণাপন্ন হয় LSG। গতকালের ম্যাচে সেই শার্দুলই আটকে দিল সানরাইজার্স হায়দরাবাদকে। বাঁচল লখনউ সুপার জায়েন্ট। হ্যাঁ, নিলামে উপেক্ষিত প্রাক্তন KKR তারকাই বৃহস্পতিবারের ম্যাচে LSG-র তুরুপের তাস হয়ে উঠেছেন। সেই সাথেই, ম্যাচ জয়ের পাশাপশি একেবারে 4 উইকেট ভেঙে ম্যান অফ দ্য ম্যাচ হলেন ঠাকুর।
সব উপেক্ষার জবাব দিল পারফরমেন্স
তিনি শার্দুল ঠাকুর। তবে ভক্তরা তাঁকে মজার ছলে লর্ড শার্দুল বলে ডাকেন। বৃহস্পতিবারের ম্যাচে তীব্র উপেক্ষা কাটিয়ে কার্যত ভগবানের ভূমিকাই নিয়েছিলেন ঠাকুর। সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে একেবারে নাকানি-চোবানি খাইয়ে ছেড়েছেন এই ভারতীয়। এদিন, মহসিন খানের বদলি হিসেবে, একেবারে আগুনে বোলিং দেখিয়েছেন ঠাকুর।
4 ওভারের কোটায় 34 রান খরচ করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট ভেঙেছেন নিলামের বাতিল ঘোড়া। আর সেই সাথেই, ভক্তদের হৃদয়ে নিজের নামটা আরও গভীরভাবে গেঁধে দিয়েছেন শার্দুল। শেষবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন অবিক্রিত খেলোয়াড় এমন নজির রেখেছেন, তা বলাটা সত্যিই দুষ্কর।
ম্যান অফ দ্যা ম্যাচ হলেন শার্দুল
দলের বাকিরা যখন ব্যর্থ হন, ঠিক তখনই সকলকে চমকে দিয়ে বিরাট নজির গড়েন শার্দুল। শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নয়, দেশের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাটিতেও সেই দৃষ্টান্ত তৈরি করে এসেছিলেন ঠাকুর। গতকালের ম্যাচেও নিজের সেরাটা উজাড় করে দিলেন IPL 2025 নিলামের উপেক্ষিত তারকা। এদিন হায়দরাবাদ ব্যাটারদের মুখের গ্রাস যেভাবে কেড়ে নিয়েছেন শার্দুল, সেই দৃষ্টান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুবই বিরল।
বৃহস্পতিবার, দলের হয়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে নিকোলাস পুরানের সম্ভাব্য পুরস্কারেও থাবা বসিয়েছেন তিনি। এদিন মাত্র 26 বলে 70 রানের বড় ইনিংস খেলেন, পুরান। তবে শেষ মুহূর্তে ঠাকুর যে বিধ্বংসী বোলিং দেখালেন, তাতে গতকাল রাতে তাঁকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার দিতে কার্যত বাধ্য হয়েছিল উদ্যোক্তারা।
ছেড়ে দেয় KKR-ও
2023 মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন ভারতীয় তারকা শার্দুল ঠাকুর। প্রিয় দল KKR-এর হয়ে উইকেট নেওয়ার পাশাপাশি বেশ কিছু ম্যাচে ভাল রানের ইনিংস খেলেছিলেন শার্দুল। তবে শেষ পর্যন্ত 2024 মরসুমের আগে তাঁকে দল থেকে ছেঁটে ফেলে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: ইডেন থেকে সেন্টার সরিয়ে নিচ্ছে KKR? পিচ বিতর্কের মাঝেই বড় খবর
এরপর CSK দলে ফের নিজের দক্ষতা প্রদর্শন করেন ঠাকুর। শেষ পর্যন্ত 2025 IPL নিলামে তাঁর দিকে ফিরেও তাকায়নি কোনও ফ্রাঞ্চাইজি। অবশেষে সেই বাতিল ঘোড়াই গত কালের ম্যাচে মহম্মদ শামিকে তাঁর সর্বশেষ শিকার বানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে 25 তম বোলার হিসেবে 100 উইকেট পূর্ণ করলেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |