কলকাতাঃ ভারতীয় দলের প্রাক্তন ওপেনার যাকে আমরা গব্বর নামেও চিনি, সেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এ বছরের আগস্টে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এমনকি তিনি আইপিএলেও খেলছেন না। অবসর ঘোষণার পর থেকে তিনি লিগ ক্রিকেটে বেশ সক্রিয় হয়ে জান। সম্প্রতি তিনি লেজেন্ডস লিগ ক্রিকেট LLC 2024-তে খেলেছেন। এবার তিনি আরেকটি লিগ ক্রিকেটের অংশ হতে চলেছেন।
নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন শিখর ধাওয়ান
এবার শিখর ধাওয়ান নেপালের লিগে খেলবেন। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গিয়েছে। ধাওয়ান এবার নেপাল প্রিমিয়ার লিগের কর্নালি ইয়াকসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। NPL বা নেপালি লিগের কর্নালি ইয়াকসের চতুর্থ বিদেশি প্লেয়ার হিসেবে চুক্তিবদ্ধ হলেন শিখর ধাওয়ান। এর আগে NPL-এ এই ফ্রাঞ্চাইজি ওয়েস্টইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন, পাকিস্তানের হোসেন তালাত ও হংকংয়ের বাবর হায়াতের সঙ্গে চুক্তি করেছে।
কর্নালি ইয়াকসে খেলবেন শিখর ধাওয়ান
কর্নালি ইয়াকসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে ৩৮ বছর বয়সী শিখর ধাওয়ানকে NPL-র সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা করতে দেখা গিয়েছে। NPL-এ আগামী মরসুমে শিখর ধাওয়ান ছাড়া ভারতের উন্মুক্ত চন্দ, নিউজিল্যান্ডের জিম্মি নিশাম, মার্টিন গুপ্টিল ও অস্ট্রেলিয়ার বেন কাটিংও খেলবেন।
Excited to team up with the remarkable Shikhar Dhawan, bringing momentum and passion to the Karnali Yaks! Ready to raise the game together and make every moment count. 🏏
#KarnaliYaks #Momentum #ShikharDhawan #KY #yakattack #karnaliyakssquad #NPLT20 #NepalCricket… pic.twitter.com/jycbCVhSoA
— Karnali Yaks (@KarnaliYaks) November 14, 2024
৩৮ বছর বয়সী শিখর ধাওয়ান এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি ২০২৪ এর আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁর অধিনায়কত্বে দলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। গোটা টুর্নামেন্টে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছিল PBKS। ধাওয়ান ভারতের হয়ে শেষ ম্যাচ ২০২২ এর ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন।