রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স দলে দ্বিতীয় দফায় যোগ দেওয়ার পর থেকে পরিচিত ফর্মে তাঁকে দেখা যাচ্ছে না। গুজরাট টাইটানস এর হয়ে খেলার সময় হার্দিক ব্যাটে বলে যে পারফর্ম করেছিলেন এখন তা অতীত। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর থেকেও কয়েক গুণে ভালো খেলছেন অন্য এক ভারতীয় ক্রিকেটার।
কথা হচ্ছে শিবম দুবে সম্পর্কে। গত বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় প্রতি ম্যাচে রান পেয়েছিলেন। মেরেছিলেন বড় বড় শট। এবারেও সেই একই আগুনে ফর্মে ব্যাট করতে নামছেন তিনি। মূলত মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে তাঁকে ব্যবহার করছে চেন্নাই সুপার কিংস। দল তাঁকে যে কাজ দিচ্ছে, সেই কাজ যথাযথভাবে করছেন শিবম দুবে।
তাক লাগাচ্ছেন শিবম দুবে
শিবম দুবে কীরকম খেলছেন সেটা তাঁর পরিসংখ্যান থেকেই স্পষ্ট। এবারেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচে খেলেছেন ইতিমধ্যে। ৫ ম্যাচে করেছেন ১৭৬ রান। স্ট্রাইক রেট ১৬০। মেরেছেন ১৩ টি ওভার বাউন্ডারি। নিচের দিকে ব্যাট করতে নেমে দ্রুত লয়ে রান তোলার কাজে শিবম দুবেকে কাজে লাগাচ্ছে চেন্নাই সুপার কিংস।
অফ ফর্মে হার্দিক পান্ডিয়া
এবার আসা যাক হার্দিক পান্ডিয়ার কথায়। মুম্বই ইন্ডিয়ান্স টিমের অধিনায়ক হিসেবে ফিরেছেন পুরনো দলে। তাঁর নেতৃত্বে পরপর তিন ম্যাচে হেরেছে দল। হার্দিক ৪ ম্যাচে ব্যাট করে করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইক রেট প্রায় ১৩৮। মেরেছেন মাত্র তিনটি ছয়।
আরও পড়ুনঃ মুম্বইকে চাপে রাখতে মোক্ষম চাল, মোহন বাগানের ঘোষণায় খুশি ফুটবল প্রেমীরাও
বল করতে গিয়ে প্রচুর রান দিয়ে ফেলেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজে আর বল করার ঝুঁকি তিনি নেননি। বাইরের মাঠে বল করেছিলেন। সেখানেও কাজের কাজ কিছু করতে পারেননি। সব মিলিয়ে তাঁর তুলনায় শিবম দুবে এখন রয়েছেন অনেক ভালো ফর্মে।