কলকাতাঃ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে টুর্নামেন্টের আয়োজন নিয়ে কোনও সুরাহা হচ্ছে না। BCCI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারতীয় দল পাকিস্তানে কোনওমতেই খেলতে যাবে না। ওদিকে পাকিস্তানও এই টুর্নামেন্টকে হাইব্রিড মডেলে আয়োজন করার পক্ষে নেই। আর এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
বিস্ফোরক শোয়েব আখতার
পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার নিজের Youtube চ্যানেলে বলেছেন, ‘ভারতীয় দলের পাকিস্তানে সফর নিয়ে BCCI-র কিছু করার নেই, গোটাটাই ভারত সরকারের উপর নির্ভর। সবকিছু বিজেপি সরকার দ্বারা নিয়ন্ত্রিত।’ তিনি বলেন, ‘আমরা জানি যে, ICC ৯৫ থেকে ৯৮% স্পনসরশিপ ভারত থেকে পায়।’
BCCI নয়, ভারত সরকারকে দোষারোপ শোয়েব আখতারের
শোয়েব আখতার আরও বলেন, ‘ভারত পাকিস্তানে যদি না আসে তাহলে কমপক্ষে পাকিস্তানের ১০০ মিলিয়ন ডলারের ক্ষতি হবে। এই টাকা ICC সেই দেশকে দেবে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হবে। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে এলে সবথেকে বেশি লাভ হবে। কিন্তু এটা ওদের সরকারের উপর নির্ভর করছে। BCCI-র কোনও ভূমিকাই নেই।’
ভারতে আয়োজিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, পাকিস্তান যদি এই টুর্নামেন্ট আয়োজন করতে না পারে, তাহলে এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব ভারতের হাতে আসতে পারে। ওদিকে PCB হুমকি দিয়েছে যে, টিম ইন্ডিয়া পাকিস্তানে আয়োজিত ট্রফিতে অংশ না নিলে, তাঁরা ভারতে আয়োজিত সব টুর্নামেন্ট বয়কট করবে। ওদিকে BCCI জানিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হোক আর টিম ইন্ডিয়া নিজেদের সব খেলা UAE-তে খেলবে। যদিও PCB জানিয়ে দিয়েছে যে, তাঁরা এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হতে দেবে না।