সিরাজকে ফিরিয়ে জিতিয়েছিলেন ইংল্যান্ডকে, চোটের কারণে ছিটকে গেলেন সেই শোয়েব বশির

Published on:

Shoaib Bashir Injury He is Ruled Out of remaining two india vs England test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লর্ডস টেস্টে মহম্মদ সিরাজকে আউট করেই ভারতের বুকে শেষ তীর নিক্ষেপ করেছিলেন ইংল্যান্ড তারকা শোয়েব বশির, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাকি টেস্টগুলিতে তাঁকে পাচ্ছে না ইংল্যান্ড। হ্যাঁ, মাত্র 22 রানের ব্যবধানে ভারতকে ধসিয়ে হুঙ্কার ছাড়লেও, বাকি দুই টেস্টের আগেই দুঃসংবাদময় ইংরেজদের শিবির।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চোটের কারণে বাকি দুই টেস্টে খেলতে পারবেন না বশির

সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংলিশদের জয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তারকা বোলার বলা ভাল, অফ স্পিনার শোয়েব বশির আঙুলে চোট পাওয়ার কারণে সিরিজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না।

জানা যাচ্ছে, তৃতীয় টেস্ট চলাকালীন আচমকা বাঁ হাতের আঙুলে চিড় ধরে ইংলিশ বোলারের। মূলত সেই কারণে, লর্ডস টেস্টের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে কাটিয়েছিলেন বশির। যদিও শেষের দিকে অর্থাৎ পঞ্চম দিনে দলের স্বার্থে তাঁকে মাঠে নামানো হয়েছিল। আর মাঠে নামতেই ইংলিশ স্পিনারের কব্জির জোড়ের কাছে মুখ থুবড়ে পড়ে ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

লর্ডস টেস্টে জয়ের পরই তুখোড় অফ স্পিনারকে নিয়ে দুঃসংবাদ জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৪ জুলাই ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে ECB জানায়, বশিরের বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। দুর্ভাগ্যক্রমে ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি টেস্টগুলিতে খেলতে পারবেন না তিনি।

তবে বাকি টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা জানানোর পাশাপাশি ইংলিশদের ক্রিকেট বোর্ড জানায়, চলতি সপ্তাহেই অস্ত্রোপচার হবে বশিরের। কাজেই ইংলিশ বোলার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সে জন্যই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভকামনাও জানিয়েছিল স্টোকসদের বোর্ড।

 

অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবল দলের কোচ হতে চান খালিদ জামিল! জমা দিলেন আবেদনপত্র

ঠিক কীভাবে চোট পেয়েছিলেন বশির?

ইংল্যান্ড তারকার আঙুলে চোটের খবর জানলেও অনেকেই বুঝে উঠতে পারছেন না ঠিক কখন চোট পেলেন বশির। আসলে যারা একনাগাড়ে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ফলো করছেন তারা জানবেন, লর্ডস টেস্টের তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বল করার সময় আঙুলে চিড় ধরে বশিরের।

আসলে জাড্ডুর করা স্ট্রেট ড্রাইভ তালুবন্দি করতে গিয়েই বাঁ হাতের আঙুলে গুরুতর চোট পান ইংল্যান্ডের এই অফস্পিনার। তবে সবচেয়ে বড় কথা, আঙুলে চোট থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে পঞ্চম দিন মাঠে নেমেই সিরাজের উইকেট ভেঙে ভারতকে শেষ ধাক্কাটা দিয়েছিলেন তিনিই, যা আগেই জানানো হয়েছে। কাজেই, বাকি দুই টেস্টে তাঁর না থাকাটা ইংল্যান্ডের দুর্বলতার কারণ হবে কি? উঠছে প্রশ্ন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group