প্রীতম সাঁতরাঃ দু’জনকেই মনে করা হতো তরুণ ভারতীয় দলের উজ্জ্বল প্রতিনিধি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষানের (Ishan Kishan) ওপর অগাধ আস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এখন সব ওলোটপালোট। দু’জনেই জাতীয় দলের বাইরে, মুখোমুখি একে অপরের বিরুদ্ধে। ইরানি কাপে (Irani Cup) শ্রেয়স আইয়ার বনাম ঈশান কিষান দ্বৈরথ। মুখোমুখি রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই (Mumbai) ও অবশিষ্ট ভারত (Rest of India)।
জাতীয় দলে সুযোগ পেয়েও করেছেন নিরাশ
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর থেকে জাতীয় দলে ঈশান কিষানের জায়গা হয়নি। চলতি বছরের শুরুর দিকে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আইয়ার। সীমিত ওভারের ক্রিকেটে নীল জার্সি পরে খেলার সুযোগ পেয়েছিলেন। অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া ওডিআই সিরিজের অংশ ছিলেন। ধারাবাহিকভাবে সুযোগ পেলেও নিরাশ করেছেন শ্রেয়স আইয়ার। স্পিনারদের বিরুদ্ধে দিশেহারা দেখিয়েছে তাঁকে।
আশার আলো দেখিয়েছেন আইয়ার
বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে ভারতের প্রতিনিধিত্ব করতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। বোর্ডের নির্দেশ মতো এবারের ঘরোয়া মরশুমে অংশ নিয়েছেন আলোচ্য দুই ক্রিকেটার। চোটের কারণে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন আইয়ার। কিন্তু খেলেছিলেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন। দলীপ ট্রফিতে করেছিলেন জোড়া হাফ-সেঞ্চুরি।
অবশিষ্ট ভারতের স্কোয়াড:
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), মানব সুতার, সারাংশ জৈন, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুঁই, শাশ্বত রাওয়াত, খলিল আহমেদ, রাহুল চাহার।
মুম্বই স্কোয়াড:
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, আয়ুষ মহাত্রে, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ এল, সূর্যাংশ শেজ, হার্দিক তামোরে (উইকেটরক্ষক), সিদ্ধান্ত আডধারাও (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুশ কোটিয়ান, হিমাংশু সিং, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, মহম্মদ জুনায়েদ খান, রয়স্টন ডায়াস, সরফরাজ খান।