কৌশিক দত্ত, কলকাতাঃ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের (Vijay Hazare Trophy) বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে কর্ণাটক। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে মুম্বইয়ের পাহাড় প্রমাণ রান হেলায় তুলে ফেলে কর্ণাটক দল। এই ম্যাচে প্রথম ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৮২ করে মুম্বই। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বিধ্বংসী ইনিংস খেলেন।
বিধ্বংসী ব্যাটিং শ্রেয়স আইয়ারের
শ্রেয়স আইয়ার ৫৫ বলে ১১৪ রানের ইনিংস খেলেছেন। নিজের ইনিংস ৫টি চার ও ১০টি ছয় মারেন শ্রেয়স। ২০০ বেশি স্ট্রাইক রেট নিয়ে অপরাজিত ভাবেই নিজের ইনিংস শেষ করেন তিনি। তবে এদিন তাঁর শতরান জলেই যায়। কারণ কর্ণাটকের উইকেট কিপারের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে মুম্বইকে এই ম্যাচ হারতে হয়েছে।
কর্ণাটকের জয়ের আসল হিরো হলেন দলের উইকেটরক্ষক ব্যাটার কে এল শ্রীজিথ। কর্ণাটকের এই তরুণ ব্যাটার ৪ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন। বাম হাতের এই ব্যাটার ১০১ বলে ২০ টি চার ও ৪ টি ছয়ের সাহায্যে ১৫০ রান করেন। বলে দিই ২৮ বছর বয়সী এই ব্যাটারের এটি তৃতীয় ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল। IPL-এর নিলামে মুম্বই ইন্ডিয়ান্স শ্রীজিথকে মাত্র ৩ লাখ টাকায় দলে নিয়েছে।
জলে গেল শ্রেয়স আইয়ারের শতরান
২৭ তম ওভারে ২০০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল কর্ণাটকের। এরপর শ্রীজিথ ও প্রবীণ দুবে ১৮৩ রানের দির্ঘ পার্টনারশিপ গড়ে তোলেন। ৪৬.২ ওভারেই ৩ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় কর্ণাটক। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের তরুণ প্লেয়ার অংকৃষ রঘুবংশী ডাহা ফেল হয়েছেন। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামা অংকৃষ ১৭ বলে মাত্র ৬ রান করেই আউট হয়ে যান। ওদিকে KKR-র প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের শতরানও জলে চলে যায়।