ছেড়ে দিয়ে ভুল করেছে KKR! IPL-এ প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাস গড়ে জবাব দিলেন আইয়ার

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে যা করে দেখাতে পারেননি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মা, এবার সেই কাজ করে দেখালেন পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা KKR-র প্রাক্তন সেনাপতি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ধোনি, রোহিতদের পিছনে ফেলে আইয়ার এমন এক রেকর্ড গড়েছেন যা আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গড়ে দেখাতে পারেনি কোনও অধিনায়ক। কী সেই কীর্তি? ঠিক কী করেছেন কলকাতা থেকে বিতাড়িত এই ক্রিকেটার? জানব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস লিখলেন আইয়ার

রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম শুভমন গিলের গুজরাতের ম্যাচে ঘটেছিল ধুন্দুমার কান্ড! এদিন রাজধানীর দলকে হারিয়ে একেবারে সোজা প্লে অফ এ জায়গা করে নিয়েছেন গিল। তবে তিনি একা নন, দিল্লির বুকে তীর নিক্ষেপ করে গুজরাতকে প্লে অফে তুলতেই একসঙ্গে প্লে অফের টিকিট পেয়ে যায় 3 দল। তবে এই আসরের আগে রবিবার রাজস্থান রয়্যালসকে মাঠ ছাড়া করেছিল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। আর এদিনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বিরাট নজির রাখেন কলকাতা নাইট রাইডার্স প্রাক্তনী।

গতকাল গুজরাতের জয়ের পর পাঞ্জাবের প্লে অফের টিকিট নিশ্চিত হওয়া মাত্রই ইতিহাসে নাম ওঠে আইয়ারের। আসলে IPL ইতিহাসে শ্রেয়স এমন এক রেকর্ড এদিন গড়ে ফেলেন যা আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারেনি কোনও মহারথী। এমনকি রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়কদেরও এই রেকর্ড নেই। কী করেছেন আইয়ার? জানিয়ে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত আইয়ারই প্রথম অধিনায়ক যিনি 3টি আলাদা আলাদা দলকে প্লে অফে তুলেছেন।

হ্যাঁ, 2019 ও 2020 মরসুমে এই সাইলেন্ট হিরোর নেতৃত্বেই প্লে অফে জায়গা করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর গত বছর অর্থাৎ 2024 সালে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে তুলেছিলেন তিনি। সেবার কলকাতার চ্যাম্পিয়ন হওয়াটাও তাঁরই হাত ধরে। এবং সবশেষে এ বছর অর্থাৎ 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসকে প্লে অফে তুললেন অধিনায়ক আইয়ার। আর এরপরই পরপর পরপর 3 দলকে নেতৃত্ব দিয়ে প্লে অফ নিশ্চিত করতেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখেছেন আইয়ার। যে রেকর্ড আজ পর্যন্ত গড়তে পারেনি কেউই।

অবশ্যই পড়ুন: প্রায় চূড়ান্ত নতুন কোচের নাম, চন্দ্রকান্তের জায়গায় নাইটদের হেডস্যার হচ্ছেন কে?

ফাইনাল জয়ের স্বাদ পেতে চায় পাঞ্জাব

আইয়ারকে অধিনায়ক করতেই দীর্ঘ 11 বছরের অপেক্ষা ঘুঁচে গেছে পাঞ্জাবের। তাঁর হাত ধরেই দীর্ঘ 11টা বছর পেরিয়ে শেষমেষ ফের প্লে অফে জায়গা হয়েছে পাঞ্জাব কিংসের। শেষবারের মতো 2014 সালে IPL ফাইনালে হেরে গিয়েছিল পাঞ্জাব। তবে এবার সেই অপ্রাপ্তি পূরণ করতে চাইবে প্রীতি জিন্টার দল। আর যেখানে গতবারের কাপ জয়ী অধিনায়ক রয়েছেন, সেখানে চিন্তা কীসের? ক্রিকেট প্রেমীদের অনেকেই মনে করছেন, আইয়ারের হাত ধরে পাঞ্জাব যেভাবে এগোচ্ছে তাতে এ আসরে কাপ জেতাটা পাঞ্জাব কিংসের জন্য খুব একটা দুষ্কর হবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join