KKR-র প্রাক্তনী এবার মুম্বইয়ের অধিনায়ক, IPL-র আগেই বড় দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার

Published on:

shreyas iyer kkr

মুম্বইঃ দীর্ঘ এক দশক পর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অধিনায়কত্বেই আইপিএল সেরার খেতাব অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই অধিনায়ককেই ছেড়ে দিয়েছে KKR। ২০২৪-র IPL-এ KKR-র অধিনায়ক হিসেবে আইয়ারের ভূমিকা অনস্বীকার্য। KKR-র আগে দিল্লি ক্যাপিটলসেও অধিনায়কত্ব করেছিলেন আইয়ার। সেখানে ট্রফি না পেলেও দলকে অনেকটাই উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি। এবার আইপিএলের মেগা নিলামে গতবারের ট্রফি জয়ী অধিনায়কের উপর নজর থাকবে সবার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IPL নিলামে বাজি মারবেন শ্রেয়স আইয়ার

এ বছরের আইপিএলে অনেক দলই নতুন অধিনায়ক পাবে। আর এই কারণে নিলামে আইয়ারকে নিতে ঝাঁপাবে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। তবে IPL শুরুর আগেই মুম্বইয়ের T20 দলের অধিনায়কত্ব পেলেন শ্রেয়স আইয়ার। এবার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে মুম্বই দলের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন আইয়ার।

সূর্যকুমার যাদবের বদলে অধিনায়ক শ্রেয়স আইয়ার

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সূর্যকুমার যাদবের। কিন্তু, ব্যাক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান। এরপরই শ্রেয়স আইয়ারকে সেই জায়গায় বসানোর ঘোষণা করা হয়। জানা যাচ্ছে যে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দল নকআউটে উঠলে, সেখানে খেলবেন সূর্যকুমার যাদব। তবে সেই সময় আর অধিনায়ক পাল্টানো নাও হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), পৃথ্বী শ (উইকেটরক্ষক), জয় বিস্তা, অজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, সিদ্ধেশ ল্যাড, সাইরাজ পাতিল, হার্দিক তামোরে (উইকেটকিপার), সূর্যাংশ শেজ, আকাশ আনন্দ (উইকেটকিপার), হিমাংশু সিং, তনুষ কোটিয়ান, শামস মুলানি,  শার্দুল ঠাকুর, মোহিত আবস্তি, রয়স্টোন ডায়াস ও জুনেদ খান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group