বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কোহলিদের অপেক্ষা ও অপবাদ দুইই ঘুঁচেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাতা থেকে চিরকুমার তকমা মুছে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে RCB। 2009, 2011 ও 2016 সালের পর ফের ফাইনালে উঠে নিজেদের জাত চিনিয়েছে বেঙ্গালুরুর ছেলেরা।
পাঞ্জাবকে 6 রানে হারিয়ে শক্ত হাতে ট্রফি কাঁধে তুলেছে রজত পাতিদারের দল। অন্যদিকে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে দায়িত্ব যেতেই দীর্ঘ 11টা বছর পর ফাইনালে উঠেও প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রীতি জিন্টার দলের। তবে এসবের মাঝেই হঠাৎ কাঠগড়ায় উঠলেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। কিন্তু কেন?
ফাইনাল ম্যাচে আইয়ারদের ব্যর্থতা
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে টিকিট নিশ্চিত করেও শেষ রক্ষা হল না পাঞ্জাবের। এদিন বেঙ্গালুরুর 191 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল PBKS-র। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফাইনালের মঞ্চে পাঞ্জাবের হারের কারণ হিসেবে বারংবার দায়ী করা হচ্ছে আইয়ারের ব্যর্থতাকে। যে অধিনায়ক আগের 16 ইনিংসে 603 রান করেছেন, ফাইনালে নাকি সেই আইয়ারই চূড়ান্ত ব্যর্থ।
বিশেষজ্ঞদের মতে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইয়ারের উইকেটটাই ছিল ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট। তার ওপর রোমারিও শেফার্ড, মার্কাস স্টোইনিসরা কয়েক মুহূর্তও মাঠে টিকতে পারেননি। সব মিলিয়ে IPL 2025 ফাইনাল হাতছাড়া হওয়ার নেপথ্যে আইয়ারের উইকেটকে একেবারে নিশানায় এনেছেন অনেকেই। এমতাবস্থায় হঠাৎ পাঞ্জাব অধিনায়ককে নিয়ে ফোঁস করে উঠলেন যোগরাজ সিং।
অবশ্যই পড়ুন: ২০১৮-র র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ছিল পিছিয়ে! ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল সেই দল
ফৌজদারি অপরাধ করেছেন আইয়ার!
সম্প্রতি সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ বলেন, আমার মনে হয়, আইয়ার ফাইনালের মঞ্চে যে শট খেলেছিল তা ফৌজদারি অপরাধ ছিল। অশোক মাঁকড় আমাকে এই ফৌজদারি অপরাধ সম্পর্কে জানিয়েছিলেন। যা মূলত 302 ধারায় হয়ে থাকে। তিনি আমাকে বলেছিলেন, এই অপরাধের পরিণতি দুমাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া।
এরপরই যোগ রাজ বলেন, শ্রেয়স যে কাজ করেছে তা সত্যিই আগ্রহণযোগ্য। এমন অপরাধের কোনও ক্ষমা হয় না। বলা বাহুল্য, ভারতের প্রাক্তন ক্রিকেটার বহু আগে থেকেই নিজের ছেলে যুবরাজ সিংয়ের কেরিয়ার নষ্টের নেপথ্যে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করে আসছেন।।