বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও রোহিত শর্মা এবং বিরাট কোহলির দৌলতে শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে কুপোকাত করেছে ভারত। আর সেই ম্যাচের মাঝেই আচমকা চোট পান ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আসলে, অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন একটি ক্যাচ ধরতে গিয়ে মাঠে পড়ে যান আইয়ার। তখনই কোমরে চোট লাগে তাঁর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় স্থানীয় একটি হাসপাতালে। যার কারণে ম্যাচের বাকি অংশে খেলতে পারেননি তিনি। এখন কেমন আছেন ভারতীয় তারকা (Shreyas Iyer Health Update)?
কীভাবে চোট পেলেন আইয়ার?
যাঁরা আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে দেখেছেন তাঁরা জানবেন, অস্ট্রেলিয়ার ইনিংস তখন 34 ওভারে গড়িয়েছে। ভারতের হয়ে শার্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। বল তখন হর্ষিত রানার হাতে। ক্রিজে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। বল ছুঁড়তেই তা ব্যাটের কোনায় লেগে উঠে যায় আকাশে, দৌড়ে সেই বল তালুবন্দি করতে যান আইয়ার। এদিন মূলত পিছন দিকে ছুটতে ছুটতে ক্যাচটা ধরতে গিয়েছিলেন তিনি। ঠিক তখনই তাল সামলাতে না পেরে মাটিতেই আছাড় খান আইয়ার। সূত্রের খবর, তখনই কোমরে চোট পান তিনি।
মাঠে পড়ে গিয়ে ব্যথা যে লেগেছে সেটা আইয়ারের মুখমণ্ডল দেখেই বুঝতে পারছিলেন অনেকে। যন্ত্রণায় মাঠ থেকে উঠতেই পারছিলেন না তিনি। এরপরই তড়িঘড়ি শ্রেয়সের কাছে ছুটে আসেন সতীর্থরা। মাঠে আসে চিকিৎসক দল এবং সাপোর্ট স্টাফেরাও। পরবর্তীতে তাঁদের কাঁধে ভর করেই ধীরে ধীরে মাঠ ছাড়েন তিনি। সূত্রের খবর, এরপরই আইয়ারকে স্থানীয় একটি হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে খেলোয়াড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।
অবশ্যই পড়ুন: শক্তিশালী বিদেশি নিয়েও ডেম্পোকে হারানো গেল না, সুপার কাপের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল
চোট কতটা গুরুতর?
ভারতীয় ক্রিকেটারের চোট নিয়ে যখন চিন্তা ক্রমশ বাড়ছে, ঠিক সেই আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিল, আইয়ারের পাঁজরের বাঁদিকে চোট লেগেছে। হাসপাতালে এখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি। তবে চিকিৎসক সূত্রে খবর, শ্রেয়সের চোট নাকি খুব একটা গুরুতর নয়। বলা বাহুল্য, শনিবার চোটের কারণে আইয়ার মাঠ থেকে উঠে যাওয়ার পর ভারতের হয়ে ম্যাচের বাকি সময়টুকু ফিল্ডিং করেছিলেন যশস্বী জয়সওয়াল।












