হঠাৎ ভারতীয় এ দল ছেড়ে বেরিয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার! কী কারণ?

Published on:

Shreyas Iyer Left India Team Before India A Vs Australia A Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচ শুরুর এক ঘন্টা আগে আচমকা দল ছেড়ে বেরিয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer Left India Team)। এমনই এক ঘটনার সাক্ষী থাকল ভারতীয় এ দল। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নামার আগেই মুম্বই ফিরছেন আইয়ার।

ঠিক কোন কারণে মুম্বই ফিরতে হল অধিনায়ককে?

মঙ্গলবার, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল ভারতীয় এ দলের। সেই ম্যাচ শুরু হতে একটা ঘন্টা বাকি ছিল। ঠিক সেই সময়ে হঠাৎ আইয়ার জানান তিনি খেলতে পারবেন না। দল ছেড়ে বেরিয়ে যান ভারতীয় তারকা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত এক কারণে তড়িঘড়ি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। যে কারণে ভারত এ দলের হয়ে আগামী চারদিনের ম্যাচ খেলতে পারবেন না আইয়ার। তাই তড়িঘড়ি বদলি হিসেবে ধ্রুব জুরেলকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

কিন্তু কেন তাড়াহুড়ো করে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হল আইয়ারকে? ঠিক কোন কারণে ভারত এ দল ছেড়ে মুম্বই ফিরছেন আইয়ার, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র বলছে, বিশেষ ব্যক্তিগত কারণে ম্যাচ ফেলে রেখে মুম্বই শহরে ফিরে আসতে হচ্ছে ভারতীয় তারকাকে। এর থেকেই বোঝা যায় কারণটা, যথেষ্ট গুরুতর!

অবশ্যই পড়ুন: পাক বধের পরই টিম ইন্ডিয়ার সাজঘরে রাম ধ্বনি! সাপোর্ট স্টাফের পা ছুঁতে গেলেন তিলক

উল্লেখ্য, গত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি আইয়ারের। যা খেলোয়াড়কে যথেষ্ট হতাশ করেছিল। আশা ছিল এশিয়া কাপে অন্তত তাঁকে জায়গা দেওয়া হবে। কিন্তু সময় এলে সেটাও হয়নি। তাই হতাশার পারদ আরও কিছুটা বাড়ে। এরই মাঝে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের অধিনায়ক নির্বাচন করা হয় আইয়ারকে। সামনেই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ, ভক্তরা আশা করছিলেন হয়তো সেই আসরের জন্য নিজেকে প্রমাণ করবেন তিনি! ঠিক সেই আবহে, হঠাৎ দল ছেড়ে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়াটা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে সমর্থকদের!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥