বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। তবে সেই জয়ের নেপথ্য শুধু রোহিত একা নন। রয়েছেন দলের বাকিরাও। বিরাটের দুর্দান্ত ব্যাটিং থেকে শুরু করে কে এল রাহুলের অসাধারণ উইকেটকিপিং কিংবা বরুণ চক্রবর্তীর ঘূর্ণির জোর সব মিলিয়ে মিশিয়ে এ মরসুমে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া।
তবে যাঁর যোগদান ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নেপথ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সেই ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়েই এখন উত্তাল নেট দুনিয়া। সম্প্রতি মিনি বিশ্বকাপে খেলোয়াড়ের দুর্দান্ত ফর্মের কারণে তাঁকে নীরব নায়কের উপাধি দেওয়া হয়েছে। অধিনায়ক রোহিতের গলাতেও শোনা গেছে শ্রেয়সী সুর। তবে ভারতীয় দলকে জিতিয়ে পাওয়া সম্মানের মাঝেই KKR নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শাহরুখের দলের প্রাক্তন সেনাপতি।
দলকে চ্যাম্পিয়ন করেও বাদ পড়তে হয়েছে….
2024 IPL মরসুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের জয়টা বর্তমানে সর্বজনবিদিত। তবে যাঁর হাত ধরে দীর্ঘ 10 বছর পর IPL ট্রফি জয়, সেই অধিনায়ক তথা আইয়ারকেই আগেভাগে ছেঁটে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল KKR। কার্যত নতুন মরসুমের গন্ধ পেতেই ট্রফি জেতানো শ্রেয়সকে রিটেনশন তালিকা থেকে বাদ দিয়ে অকশন টেবিলেও মুখ ফিরিয়ে নেয় নাইট কর্তারা। তবে নাইট শিবির থেকে বাদ পড়ে গন্তব্যের অভাব হয়নি খেলোয়াড়ের।
শাহরুখের দল এক প্রকার মুখ ফিরিয়ে নেওয়া মাত্রই তড়িঘড়ি তাঁকে 26.75 কোটির মোটা অঙ্ক দিয়ে দলে টানে প্রীতির পাঞ্জাব। বর্তমানে সেই দলের চালকের আসনে বসেছেন আইয়ার। পুরনো দলে থেকে যাওয়ার ইচ্ছেটা ছিল প্রবল, তবে তা না হওয়ায় একপ্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন খেলোয়াড়। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হতেই পুরনো কাসুন্দি ঘেঁটেছেন আইয়ার।
KKR নিয়ে বিস্ফোরক আইয়ার
জাতীয় দলে সাইলেন্ট হিরোর তকমা পেতেই এক প্রকার নিজের পুরনো যন্ত্রণা উসকে দিয়েছেন খেলোয়াড়। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইয়ার বলেন, আমি অত্যন্ত খুশি। সত্যি কথা বলতে, এই গোটা সময়টা আমার কাছে একটা যাত্রা ছিল। জীবনের এই পর্যায়ে অনেক কিছু শিখতে পেরেছি। 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলার পর বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছিলাম। তারপর থেকে নিজের ভুলগুলো পর্যালোচনা করার চেষ্টা করেছি।
কোথায় ভুল হয়েছে, কী করনীয় সবটা নিয়েই চলছে দীর্ঘ চর্চা। আমি মূলত নিজের ফিটনেসের ওপর জোর দিয়েছিলাম। প্রতিমুহূর্তে নিজেকে প্রশ্ন করতাম। আরও বেশি করে নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছিলাম। সবশেষে ছন্দ মিলে গিয়েছে। শ্রেয়স আরও বলেন, ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েই বুঝেছিলাম ফিটনেসটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর থেকেই নিজের শরীরের ওপর নজর দিই। বর্তমানে আমি সত্যিই খুব খুশি। যেভাবে একের পর এক সাফল্য আসছে তাতে আমি নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছি।
এভাবেই নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে বলতে আচমকা প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে আসেন আইয়ার। খেলোয়াড়কে কেরিয়ার নিয়ে হতাশ হয়েছেন কিনা জিজ্ঞেস করতেই তারকা বলেন, হতাশ তো ছিলাম না। কারণ IPL খেলছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল, IPL জেতা। ঈশ্বরের আশীর্বাদে সেটা করতে পেরেছি। তবে আমার মনে হয়, সেই দলে আমি যথাযোগ্য সম্মান পাইনি।
অবশ্যই পড়ুন: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কেনা নিয়ে বড় বয়ান ইন্দোনেশিয়ার, কী বলল চিনের শত্রু?
আসলে IPL জেতার পর যেটুকু সম্মান দরকার ছিল, সেই প্রাপ্যটুকুও আমি পাইনি। আপনি যখন নিজের ওপর বিশ্বাস রাখবেন। প্রতিমুহূর্তে পরিশ্রম করবেন এবং সৎ উপায় প্রতিমুহূর্তে চেষ্টা করে যাবেন, তখন যদি কেউ আপনার পরিশ্রম খেয়াল না করে সেটা সত্যিই খারাপ লাগার। কিন্তু আমার পরিশ্রমটা কারও নজরেই আসেনি।
সব মিলিয়ে বলা যায়, গত মরসুমে দলের হাতে ট্রফি তুলে দিয়েও একপ্রকার অবহেলিত ছিলেন আইয়ার! এদিন ভারতীয় তারকার বক্তব্যে একথা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে যে, KKR-এর ঘরে ট্রফি এনেও যথাযথ সম্মান পাননি তিনি। তাঁর সাফল্যের পেছনের পরিশ্রমটা দেখিনি কেউই।