গুঞ্জনই সত্যি, স্টার্ক থেকে আইয়ার সব বাদ! কাদের ধরে রাখল KKR? দেখুন রিটেন লিস্ট

Published on:

kkr iyer

কলকাতাঃ এ বারের আইপিএল বিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দল থেকে মুক্তি দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সঙ্গে আরও বড় বড় নাম। বেশকিছু দিন ধরে গুঞ্জন চলছিল যে, KKR এবার তাঁদের তৃতীয় আইপিএল জয়ী অধিনায়ককে ছেড়ে দিতে পারে। আর সেই গুঞ্জন সত্যি হল। অবশেষে KKR তাঁদের রিটেন লিস্ট জারি করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যেই ৬ প্লেয়ারকে রিটেন করল কলকাতা | KKR Retain List |

রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
সুনীল নারিন
বরুণ চক্রবর্তী
হর্ষিত রানা
রমনদীপ সিং

এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে আগেই বলা হয়েছে যে, কলকাতা এবার তাঁদের সবথেকে মূল্যবান (২৫ কোটি)’র বোলারকে ছেড়ে দেবে। হলও তাই। অস্ট্রেলিয়ান জোরে বোলার মিচেল স্টার্ককেও মুক্ত করেছে KKR। গতবার IPL-র সবথেকে দামি প্লেয়ার ছিলেন তিনি। তবে তেমন কোনও কৃতিত্ব দেখাতে পারেননি। আর এই কারণেই তাঁকে এবার ছেড়ে দিল কলকাতা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শ্রেয়স আইয়ারকে ছাড়ল KKR

গতবারের আইপিএল বিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও যে KKR আর দলে রাখবে না, তেমনই খবর আসছিল বিগত কদিন ধরে। সেই খবর সত্যি হল। এছাড়াও ব্রিটিশ ওপেনার ফিল সল্ট, আফগান উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকেও ছেড়ে দিয়েছে কলকাতা।

আর যাদের ছাড়ল KKR

এছাড়াও KKR-র আরেক অধিনায়ক, যিনি শ্রেয়স আইয়ার না থাকায় ২০২৩-এ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই নীতিশ রানাকেও মুক্ত করেছে KKR। ভেঙ্কটেশ আইয়ার, কেএস ভরত, মনিষ পাণ্ডে, অংকৃষ রঘুবংশী, অনুকূল রয়, সুয়াশ শর্মা, চেতন সাকারিয়া, বৈভব আরোরা, দুষ্মন্ত চামিরা, সাকিব হুসেইন, শেরফেন রাদারফোর্ডদেরও ছেড়ে দিয়েছে কলকাতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group